পরিণীতি চোপড়া’র মায়ের পেন্টিং কিনতে চান? কীভাবে কিনবেন, বললেন অভিনেত্রী

পরিণীতি চোপড়া’র মায়ের পেন্টিং কিনতে চান? কীভাবে কিনবেন, বললেন অভিনেত্রী

মুম্বই: নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পরিণীতি শেয়ার করলেন তাঁর মায়ের নিজের হাতে আঁকা কিছু অসাধারণ ছবি৷ পরিণীতি তাঁর ফলোয়ারদের উদ্দেশ্যে সেগুলি কেনার জন্য অনুরোধ করলেন৷

অভিনেত্রী পরিণীতি চোপড়া, তাঁর মা রিনা চোপড়া’র আঁকা কিছু অসাধারণ সুন্দর ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন। সেখানে তিনি লিখেছেন, “আমার মা কোন প্রফেশনাল আর্টিস্ট নন। তিনি শুধুমাত্র ছবি আঁকতে ভালোবাসেন, এটি তাঁর প্যাশন। ছবি আঁকতে পারলে তিনি সবসময়েই খুব খুশি হন। তিনি কোনও কিছুই অনুকরণ করেন না বরং সব ছবিই তিনি নিজের মন থেকে আঁকেন। আমার মায়ের না আছে কোনও বর স্টুডিও আর না আছে কোনও প্রোডাকশন সেট আপ। তিনি শুধুমাত্র ঘরে একটা চেয়ার টেনে নিয়ে বসে টেবিলের ওপর আঁকতে শুরু করেন, এবং ভালোবাসা মিশিয়ে সেগুলি শেষ করেন। সংসার সামলে, প্রত্যেক দিনের রান্না সামলে তিনি যখনই সময় পান, চলে যান বাড়ির দ্বিতলে, গিয়ে বসে পড়েন তাঁর ছবি নিয়ে। আমাদের পরিবারের সকলেই চাই যে তিনি একজন প্রফেশনাল পেইন্টার হিসাবে আত্মপ্রকাশ করুন।’’

এরপরেই পরিণীতি ফলোয়ারদের উদ্দেশ্যে বলেছেন, তিনি চান তাদের পরিবারের এই ইচ্ছেটা যাতে পূরণ হয়। তিনি তাঁর পোস্টে এরপর লেখেন, “আপনারাই পারেন আমার এই স্বপ্নকে পূরণ করতে। যদি আপনাদের আমার মায়ের আঁকা এই ছবিগুলির মধ্যে কোনও একটিও পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে জানাতে পারেন। এতে আমার মায়েরও খুব ভালো লাগবে আপনার বাড়িতে তাঁর আঁকা ছবি থাকলে।“ “আমার জানিয়েছেন তিনি চাহিদা মতো তাঁর ছবি কে কাস্টমাইজ করতেও প্রস্তুত। আপনারা যে ধরনের  কালার স্কিম চান, সে সম্পর্কে আমার মাকে বলতে পারেন, “যোগ করেন পরিণীতি। এরপর তিনি ঐ পোস্ট এ তাঁর মায়ের অ্যাকাউন্ট মেনশন করে লেখেন, “আমি খুবই আবেগ তাড়িত হয়ে এই পোস্ট টা করছি। আপনারা যদি এর মধ্যে থেকে কোন ছবি কেনেন, সেক্ষেত্রে আমি এবং আমার মা দুজনেই খুব আনন্দিত হব।’’

View this post on Instagram

Dear everyone, My mom is not a professional artist. She just loves to paint because it gives her happiness. Everything she makes is straight from the heart. She does not have a big studio or some huge production setup. She has put a small chair and table in my old bedroom and works from there. Whenever she gets free from cooking or running the house, she goes upstairs and starts drawing. It is our family’s dream that she does this professionally one day!! We would love it if you guys can support this dream. If you like anything that she has made, please DM her and it would make her SO HAPPY to send the painting for your house!! She told me yesterday that she is ready to customise something for you, if you tell her the colour scheme you want. This is the most heartfelt post I have ever done. Nothing would make me or my mom happy, if you guys buy some of her stuff and display it in your house! Let us know 💕 Love, Parineeti. 💕 (Her instagram page has some more .. only the first one is not available because I already took it for my house! @reenachopra.art )

A post shared by @ parineetichopra on Jul 18, 2020 at 1:09am PDT

এরপর তিনি উল্লেখ করে দেন, তাঁর শেয়ার করা ছবি গুলির মধ্যে প্রথমটি তিনি নিজের জন্যে বেছেছেন, তাঁর মায়ের প্রোফাইল ভিজিট করলে আরও ছবি দেখতে পারবেন। নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিন সেই ছবিগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + eighteen =