বিয়ের করছেন ‘বিগবস’ খ্যাত পরশ-মাহিরা, বিতর্ক উস্কে ভাইরাল ছবি

বিয়ের করছেন ‘বিগবস’ খ্যাত পরশ-মাহিরা, বিতর্ক উস্কে ভাইরাল ছবি

মুম্বই: ফের শিরোনামে বিগবস-১৩’র প্রতিযোগী পরশ ছাব্বল এবং মাহিরা শর্মা ৷ তাঁদের সম্পর্ক নিয়ে জোড় গুঞ্জন এখন বলি পাড়ায় ৷ এর গুঞ্জনের মাঝেই বিতর্ক উস্কে এবার বিয়ের পোশাকে ছবি পোস্ট করলেন এই যুগল ৷

সাদা গাউনে মাহিরা ছিলেন মনোমুগ্ধকর৷ অন্যদিকে কালো স্যুটে মাহিরাকে টক্কর দিলেন পরশ ৷ বীরুষ্কা বা দীপবীরের মতো এই যুগলও নিজেদের নাম জুড়েছেন ‘পাহিরা’ শব্দবন্ধে ৷ তাঁদের বিয়ে নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখন পাপ্পারাজিৎদের নিরাশ করেই পরশ জানালেন এই পোশাক ‘আই ডু’ বলার জন্য নয়৷ তাঁরা সেজেছেন একটি গানের ভিডিও শ্যুটের তাগিদে৷ সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন , ‘নতুন কিছু ’ ৷ ওয়েডিং ড্রেসে নিজেদের ছবি পোস্ট করে মাহিরাও লেখেন, ‘#পাহিরা.. খুব শীঘ্রই নতুন কিছু আসছে৷’ সেই সঙ্গে জুড়ে দেন কালো হৃদয়ের একটি ইমোজিও৷

বিগবস-১৩ শেষ হওয়ার পর পরশ এখন ব্যস্ত ‘মুজসে শাদি কারোগে’ নামক একটি স্বয়ম্বর শো’তে৷ এই শোয়ে তাঁর সঙ্গে রয়েছেন বিগবস-১৩-রই আরেক প্রতিযোগী শেহনাজ গিল ৷ গত মাস থেকে শুরু হওয়া এই নতুন অনুষ্ঠানটি হোস্ট করছেন মনিশ পল ৷ অন্যদিকে এই স্বয়ম্বর শোয়ের মাধ্যমে বিভিন্নপ্রান্ত থেকে আসা প্রতিযোগীদের মধ্যে জীবনসঙ্গী খোঁজার দায়িত্ব সামলাচ্ছেন পরশ এবং শেহনাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 13 =