বিয়ে করছেন নীতি-নিহার পান্ডিয়া

মুম্বই: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গায়িকা নীতি মোহন ও অভিনেতা নিহার পান্ডিয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন মেহন্দির অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন গায়িকা স্বয়ং। সেদিন রাতেই হবে রিং সেরেমনি ও সংগীতের অনুষ্ঠানও। হায়দরাবাদের তাজ ফলকনামা প্যালেসে বিয়ের অনুষ্ঠান সারবেন এই তারকা জুটি।

বিয়ে করছেন নীতি-নিহার পান্ডিয়া

মুম্বই: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন গায়িকা নীতি মোহন ও অভিনেতা নিহার পান্ডিয়া। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডের দিন মেহন্দির অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন গায়িকা স্বয়ং। সেদিন রাতেই হবে রিং সেরেমনি ও সংগীতের অনুষ্ঠানও। হায়দরাবাদের তাজ ফলকনামা প্যালেসে বিয়ের অনুষ্ঠান সারবেন এই তারকা জুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − six =