কলকাতা: অভিনেত্রী পল্লবী দে’র রহস্য মৃত্যু ঘিরে জমছে জল্পনার মেঘ৷ তাঁর মৃত্যুর নেপথ্য কারণ কী? সম্পর্কের টানাপোড়েনেই কি অকালে ঝরে গেল একটা তাজা প্রাণ?
আরও পড়ুন- আগেই বিবাহিত ছিলেন সাগ্নিক, ছিল আরও সম্পর্ক, পরে জেনেছিলেন পল্লবী, দাবি বাবার
রবিবার গরফার বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ৷ তাঁর মৃত্যুর পরেই অভিযোগের আঙুল উঠেছে অভিনেত্রীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর দিকে৷ পল্লবীর বাবা নীলু দে’র দাবি, তাঁর মেয়েকে খুন করা হয়েছে৷ একই দাবি করেছেন পল্লবীর সহকর্মীরাও৷ কেউ কেউ মনে করছেন পল্লবীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে৷ পল্লবীর দেহ উদ্ধার হওয়ার পর থেকেই পুলিশের হেফাজতে সাগ্নিক৷ তাঁকে দফায় দফায় জেরা করা হচ্ছে৷
জানা গিয়েছে, শনিবার রাতেও সাগ্নিকের সঙ্গে বচসা হয়েছিল পল্লরবী। যদিও অভিনেত্রীর ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে সম্পর্কের টানাপোড়েনের কোনও ছাপ ছিল না৷ গত ৪ মে ইনস্টাগ্রামে সাগ্নিকের সঙ্গে শেষ ছবি পোস্ট করেছিলেন পর্দার ‘গৌরী’৷ তবে ওই ছবিতে তাঁদের সঙ্গে দেখা গিয়েছিল বন্ধুদেরও৷ সম্ভবত কোনও পার্টিতে গিয়েছিলেন তাঁরা৷ তবে সাগ্নিকের সঙ্গে সম্পর্ক নিয়ে কখনই রাখঢাক করেননি রাখেননি ২৫ বছরের পল্লবী। মাঝেমধ্যেই প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করতেন তিনি৷ গত ফেব্রুয়ারি মাসেই বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিনের পার্টি করেছিলেন তিনি৷ সেই সময়েও বেশ প্রাণোচ্ছ্বল লেগেছিল তাঁকে৷ ছবি দিয়েছিলেন সাগ্নিকের সঙ্গে৷ হঠাৎই সব শেষ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>