রাখির বুকে পাক পতাকা, তুঙ্গে বিতর্ক

মুম্বই : বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী, তিনি রাখি সাওয়ন্ত। এর আগে যে কোনও ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে বারবার খবরের শিরোনামে এসেছেন বলিউডের এই গ্ল্যামার গার্ল। এবার অন্য বিতর্কে তিনি, নিজের ইনস্টাগ্রামে পাকিস্তানের পতাকা বুকে জড়িয়ে ছবি পোস্ট করেছেন তিনি। যদিও ক্যাপশনে লিখেছেন, “আমি আমার ভারতকে ভালোবাসি। কিন্তু নতুন ছবি ‘ধারা ৩৭০’-এ এটাই আমার ভুমিকা”। তবে

রাখির বুকে পাক পতাকা, তুঙ্গে বিতর্ক

মুম্বই : বিতর্ক যেন তাঁর ছায়াসঙ্গী, তিনি রাখি সাওয়ন্ত। এর আগে যে কোনও ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে বারবার খবরের শিরোনামে এসেছেন বলিউডের এই গ্ল্যামার গার্ল। এবার অন্য বিতর্কে তিনি, নিজের ইনস্টাগ্রামে পাকিস্তানের পতাকা বুকে জড়িয়ে ছবি পোস্ট করেছেন তিনি।

যদিও ক্যাপশনে লিখেছেন, “আমি আমার ভারতকে ভালোবাসি। কিন্তু নতুন ছবি ‘ধারা ৩৭০’-এ এটাই আমার ভুমিকা”। তবে বিতর্ক থামার নাম নেই, অনেকেই তাঁকে পাকিস্তানে গিয়ে থাকার পরামর্শ দিয়েছেন। এই ছবির জন্য তাঁকে ট্রোলড হতে হচ্ছে সামাজিক মাধ্যমে। তবে অন্য একটি ভিডিও পোস্টে তিনি জবাবও দিয়েছেন নেটিজেনদের।

রাখি তাঁদের বলেছেন, “আমি এই সিনেমায় একজন পাকিস্তানি মেয়ের ভুমিকায় অভিনয় করছি। কিন্তু আমি বলতে চাই, সব পাকিস্তানি খারাপ নয়। কিছু মানুষ আছেন যারা কাশ্মীরী ও ভারতীয়দের বর্ডার পার করিয়ে থাকেন, তাঁরা খুব সৎ ও ভালো মানুষ হয়। তাঁদের আমি খুব ইজ্জত করি। তিনি তাঁর এই ছবি পোস্ট করা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন, সব দেশেই কিছু লোক থাকেন যারা ঈশ্বর বা আল্লাহকে অপমান করে থাকে। সবাই খারাপ হয় না। তারপরেও বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না রাখির জীবনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 15 =