ব্লাউজ খুলে ব্রা দেখালেই সাহসী হয় না: স্বস্তিকা

কলকাতা: বিস্ফোরক স্বস্তিকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’ নিয়ে একটি সংবাদপত্রের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন স্বস্তিকা৷ সাংক্ষকে নিজের সংসার প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খোলেন তিনি৷ সংবাদমাধ্যমের প্রতিনিধির সামনেই বলেই ফললেন ‘ব্লাউজ খুলে ব্রা দেখালেই সাহসী হয় না’৷ এদিন তিনি বলেন, ‘‘সংসারের আগে প্রেম৷ আমার না বাকি সব ঠিক আছে৷ ওই প্রেমের জায়গাটা

ব্লাউজ খুলে ব্রা দেখালেই সাহসী হয় না: স্বস্তিকা

কলকাতা: বিস্ফোরক স্বস্তিকা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘শাহজাহান রিজেন্সি’ নিয়ে একটি সংবাদপত্রের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন স্বস্তিকা৷ সাংক্ষকে নিজের সংসার প্রসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খোলেন তিনি৷ সংবাদমাধ্যমের প্রতিনিধির সামনেই বলেই ফললেন ‘ব্লাউজ খুলে ব্রা দেখালেই সাহসী হয় না’৷

এদিন তিনি বলেন, ‘‘সংসারের আগে প্রেম৷ আমার না বাকি সব ঠিক আছে৷ ওই প্রেমের জায়গাটা ঘাঁটা৷ এখন একটা মানসিক জায়গায় চলে এসেছি যে জানি আমার প্রেম হবে না৷ আসলে অভিনেত্রীদের জীবনে অনেক জ্বালা৷’’ ঠিক কী জ্বালার কথা বলতে চাইলেন স্বস্তিকা? ভেঙে বললেন, ‘‘যদি খুব নম্র হয় যে যা বলছে সব শুনবে, লোকে ভাববে সে খুব ‘ইজিলি অ্যাভেলেবল’। আবার অভিনেত্রী যদি ভাবে সে নিজের মতো করে জীবন তৈরি করবে। সাফ কথা বলবে। সেটাও সমস্যা। আমি যে ধরনের ছবি করেছি সেগুলো শুধু আমি পিঠ দেখিয়েছি বা ব্লাউজের বোতাম খুলেছি, ব্রা পরে দাঁড়িয়েছি বলেই সাংঘাতিক সাহস দেখিয়েছি তা নয়। চরিত্রগুলো করার মধ্যেও এক ধরনের সাহসিকতা আছে। সেখানে আমি চরিত্র হিসেবে বলছি, ‘ আমার স্বামী যদি আমার শরীরের খিদে না মেটাতে পারে আমি অন্য পুরুষের কাছে যাব’। একটা চরিত্রর এই কথা সমাজের সঙ্গে মেলে না। আমার সমস্ত ছবি আমি আমার বাবাকে দেখিয়েছি এবং বাবা কোনওদিন বলেনি এই দৃশ্য কেন করলি? ওকে কেন চুমু খেলি? প্যান্টি কেন দেখা গেল? তার পরে যদি মানুষের মনে হয় ওর প্রাক্তন প্রেমিকের সঙ্গে ও আবার অভিনয় করছে কেন? সেটা তাদের সমস্যা। আমার বাবার কথা আমার কাছে শেষ কথা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − eighteen =