সুশান্ত-মৃত্যু মামলায় নয়া মোড়, গ্রেফতার ড্রাগ চক্রের অন্যতম পাণ্ডা

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত ওষুধের মামলায় নয়া মোড়। সম্প্রতি মাদকবিরোধী সংস্থা এনসিবি মুম্বইয়ের আন্ধেরির একাধিক অঞ্চলে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। নাম রেগেল মহাকাল। দীর্ঘদিন ধরে সে এনসিবির স্ক্যানারে ছিল।

c3e29b96dc2741d5fe595d51bb292d51

মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত ড্রাগ মামলায় নয়া মোড়। সম্প্রতি এনসিবি মুম্বইয়ের আন্ধেরির একাধিক অঞ্চলে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করেছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। নাম রেগেল মহাকাল। দীর্ঘদিন ধরে সে এনসিবির স্ক্যানারে ছিল।

বর্তমানে এনসিবি যাদের নিয়ে তদন্ত চালাচ্ছে তারা রেগেল মহাকালের সঙ্গে মাদক সংক্রান্ত বিষয়ে যোগাযোগ রাখছিলেন বলে জানা গিয়েছে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন এনসিবির জোনাল পরিচালক সমীর ওয়ানখাদে। তিনি জানান, ‘‘আমরা রেগেল মহাকালকে গ্রেফতার করেছি। আমরা তাকে আদালতে হাজির করব।’’ রিয়া চক্রবর্তী এবং শৌভিকের সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে বলে জানান তিনি। জানা গিয়েছে, সেপ্টেম্বরে গ্রেফতার হওয়া অন্য অভিযুক্ত অনুজ কেশওয়ানির কাছে রেগেল মহাকাল মাদক সরবরাহ করতেন। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে কেশওয়ানি মাদক সরবরাহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

সুশান্তের বাবার দায়ের করা মামলার ভিত্তিতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক এজেন্সি তদন্ত হয়। তদন্তে ড্রাগের বিষয়টি প্রকাশিত হয়ে পড়ে। যার পর এনসিবি ঘটনার পৃথক তদন্ত শুরু করে। সুশান্তকে ড্রাগ সরবরাহ করার অভিযোগে রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে সম্প্রতি জামিন দেওয়া হয়েছে। এনসিবি তখন থেকে মাদক সরবরাহকারীদের পাশাপাশি হিন্দি চলচ্চিত্র এবং বিনোদন জগতের সঙ্গে যুক্ত অনেক লোককে জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতার করেছে। রেগেল মহাকাল কয়েকজন বলিউড সেলিব্রিটিদের সঙ্গে যুক্ত। এনসিবি সূত্রে খবর, তার গ্রেফতার বিনোদন শিল্পে মাদকের সরবরাহের পুরো চেন সম্ভবত উন্মোচন করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *