OMG! নেতাজির চরিত্রে ‘গুমনামী’ প্রসেনজিৎ!

কলকাতা : গোটা বাঙালির মোনে আজও বেঁচে থাকছেন নেতাজি৷ তাইহোকু বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘিরে রয়েছে বিতর্ক৷ তবে এবার সেই উত্তর খুঁজতে বড়পর্দায় আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’৷ প্রকাশ্যে এল ‘গুমনামি’র সিনেমার ট্রেলার৷ ‘গুমনামি’তে নেতাজির ভূমিকায় রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ৷ এক মিনিট ২২ সেকেন্ডের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, আঁটঘাঁট বেঁধেই চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন সৃজিত৷ গুমনামি ছবির

OMG! নেতাজির চরিত্রে ‘গুমনামী’ প্রসেনজিৎ!

কলকাতা : গোটা বাঙালির মোনে আজও বেঁচে থাকছেন নেতাজি৷ তাইহোকু বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু ঘিরে রয়েছে বিতর্ক৷ তবে এবার সেই উত্তর খুঁজতে বড়পর্দায় আসছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘গুমনামি’৷ প্রকাশ্যে এল ‘গুমনামি’র সিনেমার ট্রেলার৷ ‘গুমনামি’তে নেতাজির ভূমিকায় রয়েছেন অভিনেতা প্রসেনজিৎ৷ এক মিনিট ২২ সেকেন্ডের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে, আঁটঘাঁট বেঁধেই চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন সৃজিত৷

গুমনামি ছবির ট্রেলারে দেখা যাচ্ছে নেতাজির শ্রাদ্ধের আয়োজনের মাঝেই এসে পৌঁছায় মহাত্মা গান্ধির টেলিগ্রাম৷ তিনি অনুরোধ করেন, এই শ্রাদ্ধানুষ্ঠান বন্ধ করতে৷ ফলে এখান থেকেই উত্তরপ্রদেশের ফৈজাবাদের রহস্যময় গুমনামি বাবার গল্প শুরু করেছেন পরিচালক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + eighteen =