বিতর্কের মাঝেই ফাঁস নুসরতের বেবি বাম্পের ছবি, তোলপাড় নেটপাড়া

বিতর্কের মাঝেই ফাঁস নুসরতের বেবি বাম্পের ছবি, তোলপাড় নেটপাড়া

কলকাতা:  বিবাহ বিতর্কের মধ্যেই প্রকাশ্যে নুসরত জাহানের বেবি বাম্পে ছবি৷ সঙ্গে শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রী চক্রবর্তী৷ ওই ছবিতে সাদা গাউনে দেখা গিয়েছে সাংসদ অভিনেত্রীকে৷ ঢিলেঢালা পোশাকের মধ্যে দিয়ে স্পষ্ট ফুটে উঠেছে তাঁর বেবি বাম্প৷ 

নুসরত জাহানের মা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই জল্পনার সূত্রপাত৷ এই সন্তানের বাবা কে? এই প্রশ্নে জেরবার নেট দুনিয়া৷ সে কথা অবশ্য এখনও জানা যায়নি৷ কারণ এই সন্তানের বাবা যে নিখিল জৈন নন, তা তিনি নিজেই স্পষ্ট করেছেন৷ তিনি জানিয়েছেন, গত বছর নভেম্বর মাসেই তাঁর বাড়ি ছেড়ে বালিগঞ্জের ফ্ল্যাটে চলে আসেন নুসরত৷ নিজেকে প্রতারিত মনে হচ্ছিল বলেও জানিয়েছেন তিনি৷  অন্যদিকে, নুসরত বিবৃতি দিয়ে জানিয়েছেন নিখিলের সঙ্গে তিনি সহবাস করেছেন শুধু৷ তাঁদের বিয়ের আইনত বৈধতা নেই৷ তাই বিচ্ছেদের প্রশ্নও নেই৷ 

নুসরত অস্বীকার করলেও নিখিল অবশ্য বিয়ের কথা স্বীকার করেছেন৷ ২০১৯ সালের ১৯ মে তুরস্কের বোদরুমে রূপকথার বিয়ে সেরেছিলেন তাঁরা৷ কলকাতায় ফিরে হয়েছিল গ্র্যান্ড রিসেপশন৷ কিন্তু দেড় বছরের মধ্যে সম্পর্কে ফাটল ধরে৷ সেই সম্পর্ক এখন কাদা ছোঁড়াছুড়ির পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ নিখিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছেন নুসরত৷ তাঁর বাপের বাড়ি থেকে দেওয়া গয়না ও তাঁর উপার্জনের টাকায় কেনা বহু জিনিস আটকে রাখার অভিযোগও তুলেছেন৷ পাল্টা বিবৃতিতে নিখিল জানিয়েছেন, গয়না-নথি সহ নুসরতের যাবতীয় জিনিস তাঁর বালিগঞ্জের ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ নিখিল আরও জানান, গৃহঋণের বিপুল অঙ্কের টাকা শোধ করার জন্য পারিবারিক অ্যাকাউন্ট থেকে নুসরতের অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন তিনি৷ সেই টাকাই তিনি তুলেছেন৷   

নিখিল পাল্টা বিবৃতিতে আরও জানান, তুরস্কে বিয়ের পর স্বামী স্ক্রীর পরিচয়েই তাঁরা ছিলেন৷ বারবার বলার পরেও বিয়ের রেজিস্ট্রেশন করাতে রাজি হননি নুসরত৷ নুসরতের মা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর অনেকেই ভেবেছিলেন হয়তো কোনও ছবির জন্য এই গুঞ্জন৷ কিন্তু আজ তাঁর বেবি বাম্পের ছবি সবকিছু স্পষ্ট করে দিল৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 3 =