কলকাতা: ফের চর্চায় নুসরত জাহান৷ তবে এবার কোনও বিতর্ক নয়৷ বরং ইস্কনে রথের দড়ি টেনে সংহতির বার্তা দিলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান৷ রথযাত্রা উপলক্ষে এদিন বালিগঞ্জে ইস্কনের মন্দিরে রথ টানতে দেখা যায় তাঁকে৷ ধর্মীয় ভেদাভেদের সীমারেখা ভেঙে সর্বধর্মসমন্বয়ের নজির গড়লেন তারকা। শুক্রবার নুসরতের সঙ্গে রথের দড়িতে টান দিলেন তাঁর সহকর্মী তথা শাসকদলের আরও এক তারকা বিধায়ক, অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তী।
আরও পড়ুন- নিজেকে বদলাব না, ভিডিও বার্তা দিয়ে গর্জে উঠল ‘Amrela’ গার্ল সুদীপ্তা
রথের দিন নুসরতকে দেখা গেল পেলব গেরুয়া রঙের সালোয়ার-কামিজে৷ রথ টানার পাশাপাশি ফুল ছড়াতেও দেখা যায় তৃণমূল সাংসদকে৷ অন্যদিকে, সোহম সেজেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবি। তিনি রথের সামনে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করেছিলেন জগন্নাথ দেবের চলার পথ। রথযাত্রায় নামসংকীর্তনে যোগ দিয়েছিলেন সংস্থার সাধকেরা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নুসরতের সঙ্গে রথ টানতে দেখা গিয়েছে তাঁকে।
মুসলিম পরিবারে জন্ম হলেও বরাবরই হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানে সক্রিয় নুসরত। অষ্টমীর সকালে অঞ্জলি থেকে ঢাক বাজানো, দশমীতে সিঁদুর খেলা, রথযাত্রায় রথ টানা, সবেতেই তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে। তাঁর এই আচরণে অবশ্য কম বিতর্ক হয়নি৷ তবু তিনি নিজেকে একই রকম রেখেছেন। আগের মতোই একই রকম ভাবে হিন্দুদের যাবতীয় উৎসব পালন করছেন যশ-ঘরনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>