কলকাতা: আনলক পর্ব শুরু হতেই শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায় শুটিং। ইতিমধ্যেই নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। ছবির কাজ এখনও শেষ হয়নি। তার আগেই আরও একটি নতুন ছবিতে নুসরতের অভিনয় করার কথা শোনা গেল। ছবির নাম 'স্বস্তিক সংকেত'।
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে নুসরতের বিপরীতে ছবিতে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। যদিও এই জুটির এটি প্রথম ছবি নয়। এর আগে বিরসা দাশগুপ্তর 'ক্রিসক্রস' ছবিতে অভিনয় করেছিলেন দুজনে। ছবিটি ছিল মূলত নারীকেন্দ্রিক। ছবিতে নুসরতের বিপরীতে ছিলেন গৌরব। তাঁদের জুটি বাঁধতে দেখা যাবে এখানেও। ছবিটি পরিচালনা করবেন সায়ন্তন ঘোষাল। দেবারতি মুখোপাধ্যায় 'নরক সংকেত' উপন্যাস অবলম্বনে তৈরি হবে ছবিটি। প্রযোজনা করবে এসকে মুভিজ। শোনা যাচ্ছে ছবির শুটিং হবে লন্ডনে। তবে সম্পূর্ণটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তবে সেপ্টেম্বরের শেষের দিকেই শুটিং শুরু হয়ে যাওয়ার কথা। তখনই ছবির গোটা টিমের সাথে নুসরতের লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আৎও পড়ুন: 'যেন ডাইনি শিকার চলছে', রিয়ার পাশে দাঁড়িয়ে মিডিয়াকে একহাত নিলেন শিবানী
গল্পের প্রধান দুটি চরিত্রের নাম প্রিয়ম এবং রুদ্রাণী। এই দুটি চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী এবং নুসরত জাহান। যদিও এখনও কেউই ছবিতে সই করেননি বলে খবর। ছবির চিত্রনাট্য লিখেছেন সুগত বসু। ছবিটি একটি থ্রিলার। শোনা যাচ্ছে বর্তমান যুগের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট মিশিয়ে তৈরি করা হবে ছবিটি। ছবিতে নাকি হিটলারের সঙ্গে নেতাজির সাক্ষাৎ, ন্যাৎসি মুভমেন্ট, বায়ো ওয়েপন হিসেবে ভাইরাসের আক্রমণ ইত্যাদিও দেখা যাবে। বোঝাই যাচ্ছে সায়ন্তন ঘোষাল ছবির বাঁধুনি বেশ ভালোভাবেই বেঁধেছেন। শোনা যাচ্ছে ছবিতে নুসরত এবং গৌরব ছাড়াও অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ। নেতাজির ভূমিকায় শাস্বতকে দেখতে পাওয়া যাবে বলে অনুমান।
নুসরতের বর্তমান ছবির নাম 'SOS Kolkata'। ছবিটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ। আর ছবির প্রযোজক এনা সাহা। ইন্ডাস্ট্রিতে এনা সাহা পরিচিত মুখ। অভিনেত্রী হিসেবে তিনি ইতিমধ্যেই নাম কুড়িয়েছেন। কিন্তু মাত্র ২৫ বছর বয়সে প্রযোজনা সংস্থা খোলা মুখের কথা নয়। এনা কিন্তু তাই করে দেখিয়েছেন। তার প্রযোজনা সংস্থা জারিন এন্টারটেনমেন্ট এই ছবিটি প্রযোজনা করছে। এনার সঙ্গে ছবির প্রযোজনা করছেন অংশুমান প্রত্যুষও। ছবির গল্প সন্ত্রাসবাদ নিয়ে। আজ বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে সন্ত্রাসবাদ। আর তা ঠেকাতে কালঘাম ছুটছে পুলিশ ও প্রশাসনের। তেমনি একটি গল্প উঠে আসবে এই ছবিতে। যতদূর জানা যাচ্ছে যশ দাশগুপ্তকে এক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। তবে মিমি ও নুসরত, কাকে কোন চরিত্রে দেখা যাবে, তা নিয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।