ঝুঁকতেই স্পষ্ট বক্ষ বিভাজিকা, উষ্ণতা ছড়িয়েও ঠোঁট নিয়ে ট্রোলড নুসরত

ঝুঁকতেই স্পষ্ট বক্ষ বিভাজিকা, উষ্ণতা ছড়িয়েও ঠোঁট নিয়ে ট্রোলড নুসরত

কলকাতা:  রিল থেকে রিয়েল লাইফ, হামেশাই শিরোনামে থাকতে পছন্দ করেন নুসরত জাহান৷ তাঁকে নিয়ে শুধু খবর হয় না, তিনি খবর তৈরিও করে নেন৷ ফের বোল্ড ফটো শ্যুটি ঝড় তুললেন ঈশানের মাম্মা৷ সম্প্রতি নিজের ইনস্টা অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করেছেন নুসরত৷ একটি ছবিতে নিজেকে কালো চাদরে মুড়েছেন তিনি৷ অন্য ছবিটি তুলেছেন একটু ঝুঁকে৷ আর ঝুঁকতেই স্পষ্ট বক্ষ বিভাজিকা৷ খোলা চুলের আড়ালে স্পষ্ট নুসরতের লাস্যময়ী শরীর৷ 

আরও পড়ুন- ভয়ঙ্কর পথদুর্ঘটনা, প্রয়াত অভিনেতা সুশান্তের একাধিক আত্মীয়ের মৃত্যু

মেঘ কাটতেই ফের শীত শীত ভাব শহর জুড়ে৷ হালকা রোদ পোহাচ্ছেন অভিনেত্রীও৷ রোদ গায়ে মেখেই হালকা মেকআপে ক্যামেরার লেন্সে ধরা দিলেন নুসরত৷ চোখে কালো আই লাইনার আর ঠোঁটে ন্যুড লিপস্টিক৷ ছবি পোস্ট হতেই নিমেষে ভাইরাল৷ সেই সঙ্গে ট্রোলডও হলেন তিনি৷ তাঁর ছবির নীচে এক নেটিজেনের কমেন্ট, ‘ঠোঁটের অপারেশন করাও৷’

nusrat

প্রসঙ্গত, অন্তঃসত্ত্বা হওয়া থেকে ঈশানের জন্ম ও তাঁর পিতৃ পরিচয় নিয়ে একের পর এক বিতর্ক হয়েছে৷ তবে নুসরত ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন তিনি এখন যশ ঘরনী৷ এরই মাঝে ছেলেকে ফেলে তাঁদের কাশ্মীর সফর নিয়েও বিতর্ক হয়েছে৷ যদিও কোনও বিতর্কই গায়ে মাখেন না নুসরত৷ আপাতত তিনি ব্যস্ত রয়েছেন জয়কালী কলকত্তেওয়ালি’র শ্যুটিংয়ে৷ এনা সাহা-র প্রযোজনায় স্বামী যশের বিপরীতেও অভিনয়ের কথা চলছে তাঁর৷ 

nusrat

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 10 =