‘কার নামের শাঁখা-পলা পরেছ দিদি?’ নবমীর সাজে ফের ট্রোলড নুসরত

‘কার নামের শাঁখা-পলা পরেছ দিদি?’ নবমীর সাজে ফের ট্রোলড নুসরত

কলকাতা:  নুসরত জাহান মানেই বিতর্ক৷ নুসরত মানেই চর্চা৷ মা হওয়ার পর এটাই প্রথম পুজো ঈশানের মাম্মা’র৷ পুজোর ছুটিতে বেশিরভাগ সময়টাই ছেলের সঙ্গে কাটিয়েছেন তিনি৷ তবে ঈশানের বাবার সঙ্গে রং মিলিয়েই নবমীর সাজে সাজলেন নুসরত৷ হাতে শাঁখা-পলা বাঁধানো৷ সোনালি পাড়ের তুতে রংয়ের সিল্ক শাড়ির সঙ্গে ছোট্ট লাল টিপ, হালকা লিপস্টিক, কানে বড় কানপাশা আর খোলা চুলে আরও একবার তাক লাগিয়েছেন সাংসদ অভিনেত্রী৷ ছবি পোস্ট করতেই ভাইরাল৷ তবে তাঁর হাতে শাঁখা-পলা দেখেই শুরু ট্রোলিং-এর পর্ব৷ 

আরও পড়ুন- ‘ছবি তো তুলতেই হত..!’ বিতর্কে উস্কে ফের এক ফ্রেমে কাঞ্চন-শ্রীময়ী

নুসরত

শাড়িতে বরাবরই গর্জাস নুসরত৷ সাবেকি লুকে আরও একবার তিনি ধরা দিলেন লাস্যময়ী রূপে৷ তবে এবার নজর কেড়েছে তাঁর হাতের শাঁখা-পলা৷ উঠেছে একের পর এক প্রশ্ন৷ এক নেটিজেনের প্রশ্ন, ‘শাখা পলা পড়েছো কিন্তু কার নামের দিদি? সেটাই জানতে চাইছিলাম অল্প৷’ স্বভাবতই সই প্রশ্নের উত্তর দেননি নুসরত৷ সব প্রশ্নের উত্তর দিতেও হয় না৷ জবাব দিয়েছে তাঁর পোস্ট করা ছবিই৷ প্রসঙ্গত ষষ্ঠীর দিনই যশের সঙ্গে মণ্ডপে ঢাক বাজিয়েছিলেন নুসরত৷ তার আগে ১০ অক্টোবর যশের জন্মদিনে দোতলা কেকের উপর লিখেছিলেন ‘হাজব্যান্ড’ ও ‘ড্যাড’৷ সেই ছবি পোস্ট করেই যশের সঙ্গে তাঁর বিয়ের জল্পনা উস্কে দিয়েছেন অভিনেত্রী৷ ঘুরিয়ে হলেও যশকে কার্যত স্বামী বলে স্বীকার করে নিয়েছেন নুসরত৷ তাঁর পোস্টের মধ্যে দিয়েই দিয়েছেন যাবতীয় প্রশ্নের জবাব৷ 

নুসরত

এর আগে একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে যশ ও নুসরত তাঁদের নানা কথা শেয়ার করেছিলেন৷ সেখানে নুসরত বলেছিলেন, লোকে কী ভাবে এতটা নিশ্চিত হল যে ঈশান বিবাহ বহির্ভূত সন্তান? আবার বিশ্বকর্মা পুজোয় নুসরতকে দেখা গিয়েছিল এক মাথা সিঁদুরে৷ সব মিলিয়ে নুসরত আকার ইঙ্গিতে এটা বুঝিয়েই দিয়েছেন যশের সঙ্গে বিয়েটা সেরেই ফেলেছেন তিনি৷  

nusrat

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 1 =