ইনি সাংসদ..! হলুদ মনোকিনিতে ভেজা শরীর দেখাতেই ট্রোলড নুসরত

ইনি সাংসদ..! হলুদ মনোকিনিতে ভেজা শরীর দেখাতেই ট্রোলড নুসরত

nusrat jahan

কলকাতা: স্বামী যশের হাত ধরে বেশ ভালোই পুজোর ছুটি কাটিয়েছেন টলি অভিনেত্রী নুসরত জাহান৷ শেষ পর্বে পৌঁছে গিয়েছে উৎসবের মরসুম৷ এবার শহরের বাইরে পা রাখল ‘যশরত’ জুটি। একান্তে সময় কাটাতে ঘুরতে গিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন৷ হলুদ মনোকিনিতে ধরা দিয়েছেন লাস্যময়ী অভিনেত্রী। ভেজা চুলে দু’চোখ জুড়ে মাদকতা। নুসরতের আবেদনে ঘুম উড়েছে নেটপাড়ার। তবে নুসরতের মনোকিনি লুক নিয়ে শুকু হয়েছে হাসাহাসি৷ অনেকে আবার আপত্তিকর মন্তব্যও করেছেন৷ 

ক্লিভেজ ফ্লন্ট করতেই ধেয়ে এসেছে কুরুচিকর মন্তব্য৷ নায়িকার বোল্ড লুক দেখে বইতে শুরু করেছে ট্রোলের বন্যা৷ ওই তিনটি ছবিতে শুধু নুসরতের খোলামেলা শরীরই নয়, নেটবাসীদের নজরে এসেছে তাঁর শরীরের কাটা দাগও। নুসরত হাত বোজা চোখে একটি ছবি শেয়ার করেছেন। যেখানেই তাঁর বাঁহাতে একাধিক কাটা দাগ নজরে এসেছে। সেটা দেখেই এক নেটবাসীর প্রশ্ন, তিনি কেন এভাবে হাত কেটেছেন? সেই সঙ্গে তাঁর বুকের বাঁ দিকে স্পষ্ট দেখা যায় ‘ভিক্টরি’ লেখা ট্যাটু৷ যা দেখে অনেকের প্রশ্ন- ‘সাংসদের এত বোল্ড অবতার!!’

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

কেউ আবার লেখেন, “শুকনো কাঠ লাগছে’। কারও আবার মন্তব্য, “আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব না হতেন, তাহলে হয়তো এই সব লিখতাম না। তবে আপনি জনপ্রতিনিধি। আপনাকে দেখে অনেকে শেখে। তাই এমন কিছু করবেন না যাতে আপনাকে রোল মডেল মানতে অসুবিধে হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =