কলকাতা: রাজনৈতিক জগতে যে কজন বিনোদন জগৎ থেকে এসেছেন তাঁদের মধ্যে নুসরত জাহান অন্যতম। রাজনীতিতে আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে মাঝে মধ্যেই গুরুতর ইস্যু নিয়ে সরব হতে দেখা গিয়েছে। ফিল্মি ও রাজনৈতিক জীবন সামলানোর পর সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। প্রায়ই ইনস্টাগ্রামে নতুন ছবি আপলোড করেন তিনি। কখনও নতুন ফটোশুট, কখনও আবার ভিডিওতে নজর কাড়েন নুসরত।
সম্প্রতি একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নুসরত। ভিডিও তাঁকে ক্যাজুয়াল পোশাকেই দেখা গিয়েছে। ইংরেজি গানের সঙ্গে বিভিন্ন পোজ দিয়েছেন নুসরত। আর তাঁর সেই লাস্যে কুপোকাত পুরুষকূল। নুসরতের এই এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ক্যাপশনে লিখেছেন, “খুশি থাকার উপায় খুঁজছি।” এরপর অনুরাগীদের খুশি থাকার উপায়ও বাতলে দিয়েছেন নুসরত। কিছুদিন আগেই নতুন ফটোশুট করেছিলেন অভিনেত্রী ও সাংসদ। তার কয়েকটি ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। বারবারা অ্যানিস ও জন গ্রের লেখা ‘ওয়ার্ক উইথ মি’ নামে একটি বই হাতে নিয়ে পোজ দিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘স্বস্তিক সংকেত’ ছবির শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছিলেন নুসরত জাহান। সেখানে ‘স্বস্তিক সংকেত’-এর শুটিং চলছিল। সেখানে থাকতেই খুনের হুমকি পেয়েছিলেন তিনি। ১ সেপ্টেম্বর নুসরত জাহান তাঁর ইনস্টাগ্রামে এবং টুইটারে একটি ভিডিও ও ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে দেবী দুর্গার মতো পোশাক পরে এবং হাতে ত্রিশূল নিয়ে দেখা গিয়েছিল। এক হাজারেরও বেশি মন্তব্য পোস্ট করা হয় এই ভিডিওয়। তার মধ্যে বেশিরভাগই হুমকি। আর সেই হুমকিগুলোর অধিকাংশই আসে বাংলাদেশের বাসিন্দাদের কাছ থেকে। একটি মন্তব্যে লেখা হয় “আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। আপনার পৃথিবীর ঈশ্বর আপনাকে বাঁচাতে পারবেন না। আপনার মৃত্যুর পরে আপনি নিজের দোষটি বুঝতে পারবেন। আপনার জন্য কোনও অজুহাত থাকবে না।” সেসব এখন অতীত। ব্রিটেনে তাঁকে কোনও বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়নি। সেই ‘স্বস্তিক সংকেত’ ছবির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে সম্প্রতি। এটি অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার ছবি। দেবারতি মুখোপাধ্যায়ের ‘নরক সংকেত’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে এই ‘স্বস্তিক সংকেত’।