Aajbikel

এ বার কি ‘বিগ বস্’-এর ঘরে নুসরত? টলিউড পেরিয়ে কবে ময়ানগরীতে পা রাখছেন যশ ঘরণী

 | 
নুসরত

কলকাতা: টলিপাড়ায় এক বিতর্কিত নাম নুসরত জাহান৷ আর বিতর্কিত শো বললেই সবার আগে মনে আসে বিগ বস–এর নাম৷ প্রথমসারির এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসেরে এবার সেই বিতর্কিত শো’য়ের অংশ হতে চলেছেন বিতর্কিত নায়িকা নুসরত৷ তবে এখনও সবটা চূড়ান্ত নয়৷ কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে৷ তবে এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি সাংসদ-অভিনেত্রী৷ 

আরও পড়ুন- দেখুন ১০ নায়িকার অকৃত্রিম রূপ


অন্য দিকে অভিনেতা যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন বলিউডের দিকে৷ দিব্যা খোসলা কুমারের সঙ্গে জোট বেঁধে নতুন হিন্দি ছবি করবেন নুসরতের স্বামী। আবার নুসরত ঘনিষ্ঠ এক টলি অভিনেত্রীও নাকি মায়ানগরীর পথে৷ আলি ফজলের সঙ্গে অভিনয় করতে চলেছেন তিনি। 


তবে নুসরত বিগ বসের অতিথি হওয়া নিয়ে কানাঘুষো চালু হতেই নানা প্রশ্ন উঠেছে৷ কারণ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সাংসদ৷ আর বিগ বস্‌ হাউসে যাওয়া মানেই অনেক দিনের কথা। সেই সময় তাঁর কেন্দ্রের দায়িত্ব সামলাবে কে? আবার বাড়িতেও রয়েছে ছোট্ট ঈশান। সব দিক সামলে নুসরত এখন কী করেন, সেই জবাব দেবে সময়। 

কখনও পার্কস্ট্রিট কাণ্ড, কখনও নিজের ছবির প্রযোজকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, বিতর্ক সর্বদাই অষ্টেপৃষ্ঠে থেকেছে নুসরতকে৷ এর পর ২০১৯ সালে রূপকথায় বিয়ে৷ তুরস্কের বোদরুমে ডিস্টেনেশন ওয়েডিংয়ের পর কলকাতায় গ্র্যান্ড পার্টি। যা টলিউডে এখনও খুব একটা দেখা যায় না। ওই বছরেই বসিরহাট কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদও হন নুসরত। অভিনেত্রী যখন বিয়ের পিড়িতে, তখন তখন জ্বলছে বসিরহাট। যা নিয়েও কম বিতর্ক হয়নি। সাংসদ হিসেবে যখন শপথ নিতে দিল্লিতে গেলেন, তখন নুসরত একেবারে নববধূ। নিজের পরিচয় দিয়েছিলেন নুসরত জাহান জৈন বলে৷ তবে বছর পেরোতে না পেরোতেই সেই বিয়েই অস্বীকার করেন সাংসদ অভিনেত্রী। নিখিলকে সহবাসসঙ্গী বলে উল্লেখ করে বিয়ে ভাঙলেন৷  সম্পর্কের টানাপোড়েন আদালতে পৌঁছলে, রায় যায় তাঁরই পক্ষে। 

ইতিমধ্যে তিনি সম্পর্কে জড়ান অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে৷ তাঁর সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে থাকতেই প্রকাশ্যে আসা নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর৷ কিন্তু সন্তানের বাবা কে? এই নিয়ে বিস্তর জলঘোলার পর জানা যায় ইশানের জন্মের পর জানা যায় তাঁর বাবা আর কেউ নন, যশ৷ সেই বিতর্কিত নায়িকাই এবার বিতর্কিত শো-এর অংশ হতে চলেছেন৷ তেমনটা হলে নিশ্চিত ভাবেই বাঙালি দর্শকের কাছে আরও জমজমাটি হয়ে উঠবে ‘বিগ বস’৷
 

Around The Web

Trending News

You May like