মা হলেন নুসরত, সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

মা হলেন নুসরত, সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

কলকাতা: মা হলেন নুসরত জাহান৷ তাঁর কোলে এল পুত্র সন্তান৷ সদ্যোজাত ও মা দু’জনের ভালো আছেন বলে জানা গিয়েছে৷ নবজাতকের ওজন ২.৯ কেজি৷ হাসপাতালে উপস্থিত রয়েছেন যশ৷ নুসরতের ইচ্ছা ছিল, সন্তান জন্মের সময় তাঁর সঙ্গে থাকবেন তাঁর জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি৷ সেই আবদার মেনে সন্তান জন্মের সময় নুসরতের পাশে ছিলেন যশ৷  

আরও পড়ুন- যশের হাত ধরে গভীর রাতে হাসপাতালে নুসরত, লক্ষ্মীবারেই মা হচ্ছেন অভিনেত্রী

বুধবার গভীর রাতে বন্ধু যশকে সঙ্গে নিয়েই কলকাতার নামী বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরত৷ রাত তখন ১০টা ৪০ হবে৷ হাসপাতালের গেট দিয়ে ঢোকে যশ-নুসরতের গাড়ি। যশই ড্রাইভ করে হাসপাতালে নিয়ে আসেন নুসরতকে৷ অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তাঁর পাশে রয়েছেন যশ৷ দু’জনে একসঙ্গে সময় কাটিয়েছেন৷ এক সঙ্গে ছবি না দিলেও তাঁরা বারবার সেম ব্যাকগ্রাউন্ড রেখেই ছবি পোস্ট করেছেন৷ যা দেখে নেটিজেনদের বুঝতে অসুবিধা হয়নি যে তাঁরা একসঙ্গেই রয়েছে৷ 

নুসরত
মা হওয়ার আগে হাসপাতালের কেবিন থেকে ছবি পোস্ট নুসরতের

বুধবার রাতে হাসপাতালে ভর্তি হওয়ার আগে নুসরত গিয়েছিলেন যশ দাশগুপ্তের বাড়িতে। বালিগঞ্জের বাড়ি থেকে যশ নিজেই ড্রাইভ করে তাঁর বাড়িতে নিয়ে গিয়েছিলেন ‘বান্ধবী’কে। বুধবার ছিল যশের নতুন ছবি চিনেবাদাম-এর শুভ মহরত। ছবির মহরত সেরেই তিনি পৌঁছে যান নুসরতের কাছে৷ রাতে নুসরতকে নিয়ে যায় ভাগীরথী নেওটিয়া হাসপাতালে৷

আরও পড়ুন- শরীর মিললেও মন নয়! কেন অশান্তি চরমে পৌঁছেছিল অভিষেক-ঐশ্বর্যর?

 

মা হওয়া নিয়ে নুসরতকে নানা ব্যঙ্গ, বিদ্রুপ শুনতে হয়েছে৷ কিন্তু তিনি লড়াই চালিয়ে গিয়েছেন৷ একা মা হওয়ার বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়েছেন৷ প্রাক্তন সঙ্গী নিখিল জৈনের নাম না করে একবার তিনি বলেছিলেন, দাম্পত্য বিষাক্ত হতে শুরু করলে সেখান থেকে সরে আসাই উচিত৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =