নিখিলকে সহবাস সঙ্গীর তকমা থেকে মা হওয়া, নুসরত যেন বিতর্কিত অধ্যায়

নিখিলকে সহবাস সঙ্গীর তকমা থেকে মা হওয়া, নুসরত যেন বিতর্কিত অধ্যায়

কলকাতা: নুসরত জাহান মানেই বিতর্ক৷ মাথায় সিঁদুর পরে স্বামী নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অস্বীকার থেকে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত বারবার বিতর্কের শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী সাংসদ৷ আর এর মাঝে তাঁর জীবনে অন্যতম অধ্যায় হয়ে উঠেছেন যশ দাশগুপ্ত৷  

আরও পড়ুন- মা হলেন নুসরত, সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

নুসরত

আজ দুপুরে কলকাতাক একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী৷ কিন্তু তাঁর সন্তানের বাবা কে? এই প্রশ্নের জবাব আজও আজানা৷ দীর্ঘ দিন ধরেই স্বামী নিখিল জৈনের ঘর ছেড়েছেন তিনি৷ কিন্তু কয়েক মাসে আগে তাঁর বিয়ে নিয়ে শুরু হয় বিতর্ক৷ নুসরত জানান, নিথিলের সঙ্গে বিয়ে হয়নি তাঁর৷ নিখিসের সঙ্গে সহবাস করেছিলেন মাত্র৷ কারণ তাঁদের বিয়ের কোনও আইনি বৈধতা নেই৷ তাৎপর্যপূর্ণ ভাবে লোকসভায় শপথ গ্রহণের দিন নুসরতের মাখায় ছিল সিঁদুর৷ তাঁকে দেখা গিয়েছিল নববধূর সাজে৷ নিজের পরিচয় দিয়েছিলেন নুসরত জাহান রুহি জৈন বলে৷ লোকসভার প্রোফাইলে স্বামীর নাম ছিল নিখিল জৈন৷ অথচ স্বামীর ঘর ছাড়ার পর বেমালুম বৈবাহিক সম্পর্কের কথা অস্বীকার করেন অভিনেত্রী৷ আপাতত লোকসভার ওয়েবসাইটে তাঁর ম্যারিটাল স্ট্যাটাস ‘সিঙ্গেল’৷ 

আরও পড়ুন- যশের হাত ধরে গভীর রাতে হাসপাতালে নুসরত, লক্ষ্মীবারেই মা হচ্ছেন অভিনেত্রী

নুসরত

এদিকে নিখিলের সঙ্গে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে যশের সঙ্গে আরও ঘনিষ্টতা বাড়ে নুসরতের৷ তাঁর সঙ্গে লিভ ইন সম্পর্কেও ছিলেন৷ এমনকী যশের গাড়িতে চেপেই গতকাল রাতে হাসপাতালে পৌঁছন অভিনেত্রী৷ সন্তান জন্ম দেওয়ার সময়েও তাঁর পাশে ছিলেন যশ৷  মা হওয়া নিয়ে অবশ্য নেটিজেনদের নানা ব্যঙ্গ, বিদ্রুপ শুনতে হয়েছে নুসরতকে৷ কিন্তু তাতে তাঁর ডোন্ট কেয়ার৷ বরং সিঙ্গেল মাদার হয়ে ওঠার বলিষ্ঠ উদাহরণ হয়ে উঠেছেন তিনি৷ অন্তঃসত্ত্বা অবস্থায় চুটিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করেছেন৷  

নুসরত মনে করেন,  সমাজের চোখরাঙানির উপেক্ষা করে প্রতিবাদ না করলে নিজে ভাল থাকা যায় না। নিজের পছন্দ আর ইচ্ছেকেই  প্রত্যেক মহিলার প্রাধান্য দেওয়া উচিত৷ তবে তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে কোনও দিনও মুখ খোলেননি তিনি।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 11 =