ফের ঘর ভাঙছে নুসরতের? সোশ্যাল মিডিয়া পোস্টে যশের সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে

কলকাতা: গত এক বছর ধরে পেজ থ্রি’র শিরোনাম জুড়ে থেকেছে নুসরত জাহান আর যশ দাশগুপ্ত৷ তাঁদের প্রেম, নুসরতের মা হওয়া আর সবশেষে ঈশানের বার্থ সার্টিফিকেটে বাবা হিসাবে যশের নাম, সব মিলিয়ে ফোকাস কেড়েছে যশরত জুটি৷ এর পর সিঁদুর পরে প্রকাশ্যে এসেছেন নুসরত৷ আবার জন্মদিনের কেকে লিখেছেন ‘হাসবেন্ড’৷ তার পর কাশ্মীরে কাজের ফাঁকে তাঁদের রোম্যান্স বিনোদন জগতে উষ্ণতা ছড়িয়েছে৷ মাখো মাখো সেই প্রেমের মাঝেই এবার ভাঙনের ইঙ্গিত৷ ফের ঝড়ের আভাস নুসরতের জীবনে৷
আরও পড়ুন- ফিরে দেখা ৮৩-র বিশ্বকাপ জয়!
সব তো ঠিক ঠাকই চলছিল৷ ঈশানের বাবা-মা হয়ে উপভোগ করছিলেন পেরেন্টহুড৷ এর পর জুটি বেঁধে অংশ নিলেন ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবির মহরতেও৷ বিভিন্ন সাক্ষাৎকারে নুসরত এও বুঝিয়ে দিয়েছিলেন যে, স্বামী যশ তাঁকে চোখে হারান৷ কিন্তু হলটা কী? আসলে তাঁদের সম্পর্কে ভাঙনের ইঙ্গিত মিলল নুসরত ও যশের করা ইনস্টা পোস্ট৷
সাংসদ অভিনেত্রী নিজের ইনস্টা স্টোরিতে লেখেন, ‘যে বাড়িতে শান্তি নেই তা পৃথিবীর সবচেয়ে খারাপ কারাগারের সমান। আর ভালোবাসায় ভরা ঘর হল সবচেয়ে সুন্দর কারাগার… যা ছেড়ে কেউ যেতে চায় না!’ এর পরেই একটি পোস্ট করেন যশ৷ সেখানে তিনি লেখেন, ‘কেন কারাগারে থাকবে, যখন কারগারের দরজা উন্মুক্ত!!’ এই পোস্ট ঘিরেই জল্পনা দানা বেঁধেছে৷ তবে কি বিচ্ছেদের পথে যশরত? নাকি সবটাই নেহাতই কাকতালীয়৷
নুসরতের সন্তানের বাবার পরিচয় নিয়ে বিস্তর তর্ক বিতর্কের পর পুজোর আগে নুসরত স্বীকার করে নেন তাঁদের বিয়ের কথা৷ এমনকী যশের জন্মদিনের কেকে ‘হাজবেন্ড’ লিখে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী৷ যখন সকলে প্রশ্ন তুলেছিলেন ঈশান বিবাহ বহির্ভূত সন্তান, তখন তাঁরা বুঝিয়ে দেন এই অভিযোগ আদৌ সত্যি নয়৷ এদিকে কিছু দিন আগেই নুসরত ও নিখিলের বিয়ে খারিজ করেছে আলিপুর আদালত৷ এবার কি যশের সঙ্গে বিচ্ছেদের সুর? জল্পনায় নেটিজেনরা৷