এবার নিরাপত্তা রক্ষীকে সপাটে চড় সলমনের

মুম্বই : ঈদে মুক্তি পেয়েছে ‘ভারত’। প্রথম দিনেই ৪২.৩০ কোটি টাকার ব্যবসা করেছে সলমন-ক্যাটরিনা ‘ভারত’৷ কিন্তু তাল কাটল সলমনের চড় মারার কাণ্ডে৷ তিনি চড় মেরে বসলেন নিজের নিরাপত্তা রক্ষীকে৷ ছবি মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিংয়ের আগে এই কাণ্ড ঘটান তিনি৷ অভিযোগ, স্পেশাল স্ক্রিনিংয়ের অনুষ্ঠানে সুপারস্টারকে দেখার জন্য ভক্তদের প্রচুর ভিড় ছিল৷ সলমনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও হিমসিম

এবার নিরাপত্তা রক্ষীকে সপাটে চড় সলমনের

মুম্বই : ঈদে মুক্তি পেয়েছে ‘ভারত’। প্রথম দিনেই ৪২.৩০ কোটি টাকার ব্যবসা করেছে সলমন-ক্যাটরিনা ‘ভারত’৷ কিন্তু তাল কাটল সলমনের চড় মারার কাণ্ডে৷ তিনি চড় মেরে বসলেন নিজের নিরাপত্তা রক্ষীকে৷ ছবি মুক্তির আগে স্পেশাল স্ক্রিনিংয়ের আগে এই কাণ্ড ঘটান তিনি৷

অভিযোগ, স্পেশাল স্ক্রিনিংয়ের অনুষ্ঠানে সুপারস্টারকে দেখার জন্য ভক্তদের প্রচুর ভিড় ছিল৷ সলমনের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরাও হিমসিম খেয়ে গেছিলেন৷ এই পরিস্থিতে নিরাপত্তা কর্মী সলমনের ক্ষুদে ভক্তকে ধাক্কা মারে৷ এই ঘটনার পর প্রকাশ্যেই সপাটে চড় মেরে দেন ওই নিরাপত্তা রক্ষীকে৷ যথারীতি ভাইরাল হয়ে যায় ভিডিও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =