এবার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে কলম ধরলেন মমতা! পরিচালনা দিলীপের, সৃষ্টি অনুব্রত’র!

এবার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে কলম ধরলেন মমতা! পরিচালনা দিলীপের, সৃষ্টি অনুব্রত’র!

কলকাতা: উইকিপিডিয়া৷ তথ্য জানার ‘বিশ্বাসযোগ্য’ ওয়েবসাইট উইকিপিডিয়া৷ কিন্তু, সেই জনপ্রিয় উইকিতে  স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ সম্পর্কে দেওয়া তথ্য দেখলে এক্কেবারে চুল খাড়া হয়ে যাওয়ার জোগাড়! আর হবে নাই বা কেন? সেখানে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী ও বঙ্গ বিজেপির সভাপতিকে নিয়ে রসিকতা করা হয়৷

মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষের পাশাপাশি  ‘শ্রীময়ী’ ধারাবাহিক তৈরির পিছনে বীরভুমের অনুব্রত মণ্ডল, রাতারাতি বিখ্যাত হওয়া রাণু মণ্ডলের নাম তুলে ধরা হয়েছে উইকিপিডিয়ায়৷ এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’র মূল চরিত্রে অভিনয় করছেন বাংলায় অন্যতম নায়িকা ইন্দ্রাণী হালদার৷ কিন্তু, এই ধারাবাহিকের সম্পর্কে উইকিপিডিয়ায় দেওয়া হয়েছে অদ্ভুত ‘তথ্য’৷ ধারাবাহিকটির  গল্পের লেখিকা নাম হিসেবে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম৷

ভাইরাল ছবি৷

পরিচালকের নাম দিলীপ ঘোষের নাম দেওয়া হয়েছে৷ সৃজনশীল পরিচালক পদে নাম রয়েছে অনুব্রত মণ্ডলের৷ ধারাবাহিকের সঙ্গীতে রয়েছে রাণু মণ্ডলের নাম৷  উইকিপিডিয়ায় দেওয়া হয়েছে অদ্ভুত এই ‘তথ্য’ সোশ্যাল মিডিয়ায় বেশ সোরগোল ফেলে দিয়েছে৷ হোয়াটসঅ্যাপে ঘোরাফেরা করেছে সেই ভাইরাল পোস্ট৷ তবে, পোস্ট ভাইরাল হলেও আদৌও এমন কোনও বড়সড় ভুল করেনি উইকিপিডিয়া৷

বাস্তবে ধারাবাহিকের উইকিপিডিয়া পেজে (https://en.wikipedia.org/wiki/Sreemoyee) কাহিনীকার হিসাবে জ্বলজ্বল লীনা গঙ্গোপাধ্যায় ও পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায়ের নাম৷ সঙ্গীতে রয়েছেন দেবজ্যোতি মিশ্রর নাম৷ কিন্তু, বাস্তব তথ্য বিকৃত করে রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে এহেন রসিকতার নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =