মুম্বই: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় নতুন মোড়৷ এবার সলমন খান, করণ জোহর সহ ৯ জনকে হাজিরার নোটিস পাঠাল বিহারের মুজফফরপুরের জেলা আদালত৷ তালিকায় নাম রয়েছে আদিত্য চোপড়া থেকে শুরু করে পরিচালক সঞ্জয় লীলা বনসালি, চিত্রনির্মাতা একতা কাপুর-সহ ৯ জন৷ তাঁদের আগামী ৭ অক্টোবর আদালতে হাজিরার দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর৷
সুশান্ত-মৃত্যুর পিছনে নেপোটিজম বা স্বজনপোষণের অভিযোগ বলিউডের ঝড় তুলেছিল৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে মুম্বই পুলিশ বলিউডের বেশ কয়েকজনকে তলবও করে৷ চলে জেরা৷ এবার বিহারের মুজফফরপুর জেলা আদালতের আইনজীবী সুধীর ওঝার অভিযোগের ভিত্তিতে সলমন সহ ন’জনকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে৷ রবিবার বলিউডের একঝাঁক প্রথম সারির তারকাকে নোটিস পাঠিয়ে দিয়েছে মুজফফরপুর আদালত৷
এই মুহূর্তে সুশান্ত মৃত্যু মামলায় কেন্দ্রীয় ৩ সংস্থা তদন্ত করছে৷ আর্থিক দিক নিয়ে তদন্ত করছে এনফোর্সমেন্টে ডিরেক্টরেট বা ইডি৷ সিবিআই করছো মৃত্যুর তদন্ত৷ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি তদন্ত করছে মাদক যোগের৷ব ইতিমধ্যেই এনসিবির হাতে গ্রেফতার হয়েছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী৷ আতাতত তিনি জেল হেফাজতে রয়েছেন৷ তিন সংস্থাই অভিনেতার মৃত্যুর পিছনে কী কী কারণ থাকতে পারে তার সবদিকই খতিয়ে দেখছে৷ গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পরই বলিউডে স্বজনপোষণের অভিযোগ ওঠে৷ সেখানে অভিযুক্তদের তালিকায় নাম উঠে আসে সলমন খান থেকে শুরু করে একতা কাপুর, করণ জোহর সহ আরও বেশ কয়েকজন নামজাদা অভিনেতা ও চিত্র পরিচালকের৷