যোধপুর : ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সইফ আলি খান, সোনালি বেন্দ্রে, তাব্বু ও নীলম কোঠারীকে নতুন করে নোটিশ পাঠাল যোধপুর আদালত। গতবছর ৫ এপ্রিল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁদের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল রাজস্থান সরকার। শিকারের সময় তাঁদের সঙ্গী দুষ্যন্ত সিংয়ের কাছেও নোটিশ পাঠানো হয়েছে। আট সপ্তাহ পরে মামলার শুনানির দিন ঠিক করেছে আদালত।
১ মার্চ হাইকোর্ট পাঁচ অভিযুক্তকে এই আপিলের পরিপ্রেক্ষিতে নোটিশ জারি করেছিল। বলিউড তারকা সলমন খানকে ইতিমধ্যেই বন্যপ্রাণ আইনের ৫১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। হাম সাথ সাথ হ্যায় ছবির শ্যুটিংয়ের সময় ওই শিকারের ঘটনা ঘটে। সলমনকে পাঁচবছরের জেল ও ১০ হাজার টাকার জরিমানা করে আদালত। হাইকোর্টে জামিনে মুক্ত সলমনের আবেদনও জমা রয়েছে। সাক্ষ্যপ্রমাণের অভাবে বাকি পাঁচজনকে ট্রায়াল কোর্ট মুক্তি দিয়েছিল।