নয়াদিল্লি: আশি-নব্বইয়ের দশকে বিনোদনের অপর নাম ছিল দূরদর্শন৷ ভারতীয় দর্শকদের কাছে ছোট পর্দার এই চ্যানেলটিই ছিল বিনোদনের শেষ কথা৷ ‘আলিফ লয়লা’, ‘মালগুডি ডেজ’, ‘সার্কাস’, ‘ব্যোমকেশ বক্সী’, ‘শক্তিমান’-এর মতো একাধিক ধারাবাহিক মন কেড়েছিল দর্শকদের৷ তবে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হয়েছিল ‘রামায়ণ’ ও ‘মহাভারত’। রবিবারের সকালে রাস্তাঘাট থাকত প্রায় শুনশান৷ টিভির সামনে বসে পড়তেন আবাল বৃদ্ধ বিনিতা৷ ‘রামায়ণ’, ‘মহাভারতে’র জন্য মুখিয়ে থাকতেন সকলে৷
আরও পড়ুন- অনিল থেকে আক্রম, একাধিক হেভিওয়েট প্রেম! বিয়ে থেকে ‘বেঁচেছেন’ তিন বার, সেই সুস্মিতায় মগ্ন ললিত
২০২০ সালে অতিমারি চলাকালীন দর্শকদের চাহিদা পূরণ করে নতুন করে এই দুই ধারাবাহিকের সম্প্রচার করে দূরদর্শন৷ প্রবল জনপ্রিয়তার থাকা সত্ত্বেও এই ধারাবাহিকগুলির নিয়ে অভিযোগও ছিল দর্শকদের৷ যার জেরে ধারাবাহিকের পরিচালক, প্রযোজক-সহ অভিনেতাদের আদালতে পর্যন্ত যেতে হয়।
‘মহাভারত’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন মুকেশ খন্না, রূপা গঙ্গোপাধ্যায়, পুনীত ইস্বর, নীতীশ ভরদ্বাজ, গজেন্দ্র চৌহান-সহ বহু নামকরা তারকারা৷ প্রতিটি দৃশ্যে তাঁর ছিলেন অনবদ্য৷ ১৯৮৮ সালে শুরু হওয়া ‘মহাভারত’-এ মোট ৯৪টি পর্ব দেখানো হয়৷ এর মধ্যে একটি পর্বে ছিল দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্য৷ এই পর্বটি সম্প্রচারের পরেই অভিনেতারা কানাঘুষো শুনতে পান, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পরে তাঁরা জানতে পারেন, দ্রৌপদীর বস্ত্রহরণ করে অভিনেতারা নাকি ঘোর অপরাধ করেছেন! পরিচালক এবং প্রযোজকও এই দৃশ্যটি দেখিয়ে ঠিক করেননি। তাই তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন বেনারসের এক ব্যক্তি৷
মহাভারতের গল্প অনুযায়ী, দুর্যোধনের কুপ্রস্তাবেই এই ঘটনা ঘটেছিল৷ তাই দুর্যোধনের নাম ভূমিকায় থাকা পুনীতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মামলা গড়ায় আদালত পর্যন্ত৷ তবে প্রযোজক বিআর চোপড়া এবং পরিচালক রবি চোপড়া মামলাটি বেশি দূর এগোতে দেননি৷
আঠাশ বছর অতিক্রান্ত হওয়ার পর পুনরায় মামলাটি আদালতে ওঠে। অভিযোগকারীর দাবি ছিল, পুনীতের অপরাধ জামিনের অযোগ্য৷ কিন্তু, এই মামলার তদন্তে উঠে আসে এক নতুন রহস্য৷ জানা যায়, মহাভারতের সঙ্গে যুক্ত কারও বিরুদ্ধেই কোনও অভিযোগ ছিল না বেনারসের ওই দর্শকের! তাহলে কেন এমনটা করলেন তিনি?
জিজ্ঞাসাবাদ চলার সময় জানা যায়, ওই ব্যক্তি আসলে ‘মহাভারত’ ধারাবাহিকের একনিষ্ঠ ভক্ত। তাঁর বহু দিনের ইচ্ছা, ধারাবাহিকের অভিনেতাদের সঙ্গে একটি ছবি তোলার। কিন্তু, সেই ইচ্ছা পূরণ সহজ ছিল না। অগত্যা, এই পথ বেছে নিতে হয় তাঁকে।
সম্প্রতি একটি রিয়্যালিটি শো-এ অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন ‘দুর্যোধন’ পুনীত। তখনই তিনি মজার ছলে বলেন, ‘মহাকাব্যে যেমন বর্ণনা রয়েছে, তেমনই ছোটপর্দায় ফুটিয়ে তোলা হয়েছে৷ তাই কারও কোনও অভিযোগ থাকলে, তাঁর বিরুদ্ধেই করা উচিত৷’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>