অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবাদপ্রতীম সংগীতশিল্পী নির্মলা মিশ্র

কলকতা: ফের দুঃসংবাদ বলিউডে। হাসপাতালে ভর্তি প্রবাদপ্রতীম সংগীতশিল্পী নির্মলা মিশ্র। ফুসফুসে সংক্রমণজনিত কারণে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে সংগীতশিল্পীর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। তাঁর শরীরে করোনা বাসা বেঁধেছে কিনা জানতে রবিবার নির্মলা মিশ্রের করোনা পরীক্ষা করা হতে পারে বলে খবর। 

 

কলকতা: ফের দুঃসংবাদ বলিউডে। হাসপাতালে ভর্তি প্রবাদপ্রতীম সংগীতশিল্পী নির্মলা মিশ্র। ফুসফুসে সংক্রমণজনিত কারণে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে সংগীতশিল্পীর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। তাঁর শরীরে করোনা বাসা বেঁধেছে কিনা জানতে রবিবার নির্মলা মিশ্রের করোনা পরীক্ষা করা হতে পারে বলে খবর। 

বহুদিন থেকেই বার্ধক্যজনিত অসুখে ভুগছেন সংগীতশিল্পী নির্মলা মিশ্র। কিন্তু শনিবার বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। আচমকাই রক্তচাপ অতিরিক্ত কমে যায় তাঁর। তাই তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, গায়িকার মূত্রনালিতেও রয়েছে সংক্রমণ। ফুসফুসের পাশাপাশি এই সমস্যাটি নিয়েও চিকিৎসা চলছে। রবিবার তাঁর করোনা পরীক্ষা হতে পারে। 

প্রসঙ্গত, গত জুলাই মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। হাসপাতালে ভরতি করতে হয়েছিল তাঁকে। তারও আগে একাধিকবার বার্ধক্যজনিত কারণে শারীরিক সমস্যা হয় তাঁর। ২০১৮ সালের ডিসেম্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সেবারও তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছিল। বেশ কিছুদিন হাসপাতালে ভরতি থাকার পর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন নির্মলা মিশ্র। এবার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল তাঁকে।

ছয় ও সাতের দশকে যখন বাংলা সংগীত জগতে মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসুর মতো গায়ক গায়িকার একচ্ছত্র আধিপত্য তখনই জনপ্রিয়তা পান সংগীতশিল্পী নির্মলা মিশ্র৷ তাঁর যাত্রা শুরু হয় ‘শ্রী লোকনাথ’ সিনেমা দিয়ে। সেখানেই প্রথম গান করেন তিনি৷ এরপর ‘স্ত্রী’, ‘অভিনেত্রী’, ‘অনুতাপ’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে তিনি গান গেয়েছেন৷ তাঁর ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’, ‘ও তোতা পাখিরে’-র মতো গান বাঙালির মুখে মুখে ফেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *