উন্মুক্ত বক্ষবিভাজিকায় ফের ঝড় তুললেন মালাইকা, আগুন ঝরছে নেটপাড়ায়

উন্মুক্ত বক্ষবিভাজিকায় ফের ঝড় তুললেন মালাইকা, আগুন ঝরছে নেটপাড়ায়

মুম্বই:  মালাইকা মানেই উষ্ণতার পরশ৷ উন্মুক্ত বক্ষযুগলে আগুন ঝরিয়ে হোক কিংবা অনাবৃত উরু, পেজ থ্রি জুড়ে থাকেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী। উষ্ণ ছবি পোস্ট করে বহুবার ট্রোলডও হতে হয়েছে তাঁকে৷ যদিও তাতে বিশেষ ফারাক পড়ে না তাঁর৷ ৫০ ছুঁই ছুঁই বয়সেও রূপ ও যৌবনের আগুনে ভক্তদের হৃদয় জ্বালাচ্ছেন বলিউডের মুন্নি। অভিনেত্রীর ইনস্টাগ্রামে উঁকি দিলে দেখা যাবে তাঁর গা গরম করা অ্যাটায়ার৷ আবারও শরীরী নেশায় ঘাম ছোটালেন বলিউডের সেক্সবম্ব মালাইকা আরোরা।

আরও পড়ুন- বিয়ের পরেই বিপাকে ভিকি! থানায় অভিযোগ দায়ের অভিনেতার বিরুদ্ধে

মালাইকা

মালাইকা আরোরা মানেই উত্তেজনা তুঙ্গে। একাধিকবার পোশাক বিভ্রাটেও নাম জড়িয়েছে তাঁর৷ বি-টাউনের হট গার্ল মালাইকা আরোরাকে নিয়ে সর্বদাই সরগরম বলিপাড়া। সম্প্রতি একাধিক ফোটোশ্যুটে নিজেকে যেন উজাড় করে দিলেন ছাইয়া গার্ল৷ হাই থাই স্লিটে ধরা দিয়েছে যৌবন। স্টানিং লুকে ভক্তদের রাতের ঘুম কেড়েছেন অভিনেত্রী৷ তাঁর প্রতিটি ছবিই সুপারহিট৷  কিন্তু অতিরিক্ত ক্লিভেজ দেখাতে গিয়ে বেরিয়ে এল স্তনযুগলের বেশিরভাগটাই৷ যা দেখে আরও একবার ট্রোল হতে হল তাঁকে। 

malaika

শীতের আমেজের মধ্যেই এক ঝটকায় উষ্ণতার পারদ বাড়িয়ে দিলেন মালাইকা৷ মুহূর্তের মধ্যে তা ভাইরাল৷ উষ্ণ ছবি দেখে উপচে পড়েছে লাইক ও কমেন্ট বক্স৷ সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে বেশ পরিচিত মালাইকা। কিন্তু অতিরিক্ত খোলামেলা পোশাক পরে চরম ট্রোলড হলেনন মালাইকা৷ 

মালাইকা

ফ্ল্যাট অ্যাবস, নির্মেদ ছিপছিপে শরীর মালাইকার  ইউএসপি। কিন্তু বলি ফ্যাশনিস্তা মালাইকার নয়া ছবি দেখে নেটিজেনদের চক্ষু একেবারে চড়কগাছ৷ হট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী৷ আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন মালাইকা।  কবে তাঁরা সাতপাকে বাঁধা পড়বেন তা জানতেই মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eleven =