মুম্বই: সুশান্ত সিং রাজপুত মামলায় এক চাঞ্চল্যকর মোড়। জানা গেল অভিনেত্রী সারা আলি খান ব্যাংককের একটি হোটেলে রাতের পর রাত কাটিয়েছেন। সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন সহকারি সাবির আহমেদ এই কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান সুশান্ত ব্যাংককে গিয়েছিলে সারা আলি খানকে নিয়ে। সেই সফরে সুশান্তের জনসংযোগ আধিকারিক আর তার টিম সঙ্গে ছিল।
সাবির আহমেদ জানিয়েছেন ৭ জন ছিলেন সেই সফরে। সুশান্ত সিং রাজপুত নিজে, সারা আলি খান, সিদ্ধার্থ গুপ্তা, কুশল জাভেরি, আব্বাস এবং সুশান্তের দেহরক্ষী মুস্তাক ছিলেন ট্রিপে। এছাড়া সবির নিজে তো ছিলেনই। ২০১৮ সালের ডিসেম্বর মাসে প্রাইভেট জেটে ব্যাংকক গিয়েছিলেন। তিনি এও জানিয়েছেন প্রথম দিনে সবাই মিলে সি-বিচে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু তারপর থেকে সুশান্তর আর সারা হোটেলের বাইরে বেরোননি। সবাই ঘুরতে বের হলেও হোটেলের ঘরেই এই সময়টা কাটান তাঁরা দুজনে। প্রসঙ্গত এই নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন রিয়া। তার বিরুদ্ধে যখন আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল তখনই রিয়া জানিয়েছিলেন তিনি সুশান্তের জীবনে আসার অনেক আগে সুশান্ত ৬ জন ব্যক্তির সঙ্গে তাইল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। তখন ৭০ লক্ষ টাকা খরচ করেছিলেন সুশান্ত। সবাইকে প্রাইভেট জেটে নিয়ে গিয়েছিলেন।
সুশান্তের বাবা কে কে সিং। সেখানে তিনি রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ আর্থিক তছরুপের অভিযোগ এনেছিলেন। সেই অভিযোগের পরই তদন্ত শুরু করে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। রিয়া ও সুশান্তের অ্যাকাউন্ট খতিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। তখনই জানা যায় সুশান্তের অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা লেনদেন করতেন রিয়া। তাঁর লাইফস্টাইল, শপিং, পার্টি প্রভৃতি অনেক ক্ষেত্রেই সুশান্তের টাকা জলের মতো খরচ করতেন অভিনেত্রী। এও জানা যায় যে রিয়ার ভাই সৌভিকের খরচও বহন করতেন সুশান্ত। তাঁর টিউশান ফিজ, তাঁর কোথাও যাওয়ার খরচ, সেসব সুশান্তের অ্যাকাউন্ট থেকেই খরচ করা হত। এখন জানা গেল সুশান্তের একাউন্টের পিন নম্বর নাকি পাল্টাতে চেয়েছিলেন' রিয়া। তাঁর হোয়াটসঅ্যাপ থেকে এই তথ্য খুঁজে পেয়েছে ইডি।