৫০ টাকা দিয়ে রোজগার শুরু! দাঁতে দাঁত চিপে লড়াই নেহা কক্করের

৫০ টাকা রোজগারে জীবন শুরু মাত্র ৫০ টাকা রোজগার দিয়ে জীবন শুরু, এখন ১০০ কোটির মালকিন এই গায়িকা। দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে কীভাবে বিনোদনের দুনিয়ায়…

Neha Kakkar Struggle Life

৫০ টাকা রোজগারে জীবন শুরু

মাত্র ৫০ টাকা রোজগার দিয়ে জীবন শুরু, এখন ১০০ কোটির মালকিন এই গায়িকা। দারিদ্রের সঙ্গে সংগ্রাম করে কীভাবে বিনোদনের দুনিয়ায় তারকা হয়ে উঠলেন নেহা কক্কড়। সেই কাহিনী আজও অবাক করার মত।

গায়িকা হয়ে ওঠার স্বপ্ন নেহার (Neha Kakkar)

স্কুল কলেজের বাইরে সিঙাড়া বিক্রি করতেন বাবা। মা ছিলেন গৃহবধূ। উত্তরাখণ্ডের হৃষীকেশে জন্ম নেহার। পরে তাঁর পরিবার দিল্লিতে চলে আসে। একটি ছোট্ট ঘরে গোটা পরিবারের সঙ্গে বেড়ে ওঠেন নেহা। সেখান থেকেই বলিউডের অন্যতম সফল গায়িকা হয়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন। ছোট বেলায় নানা ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ জাগরণে গান গেয়ে রোজগার করতেন নেহা ও তাঁর ভাই বোন। বিয়েবাড়ি, অন্নপ্রাশনেও গান গাইতেন। রোজগার হত দৈনিক ৫০ টাকা। সেখান থেকে শুরু।

দাঁতে দাঁত চেপে নেহার লড়াই (Neha Kakkar Struggle Life)

কম উচ্চতার জন্য বারবার বডি শেমিংয়ের শিকার হয়েছেন গায়িকা। জীবনে প্রত্যাখ্যান এসেছে একাধিকবার। তার পরও ভেঙে না পড়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে গিয়েছেন নেহা কক্কর। গায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৪ সালে ভাই টনিকে সঙ্গে করে দিল্লি থেকে মুম্বইয়ে চলে আসেন নেহা। সুযোগ আসে সঙ্গীত পরিচালক প্রীতমের হাত ধরে। সইফ আলি খান, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ককটেল’ ছবিতে একটি গান গাওয়ার সুযোগ পান নেহা। শুরু হয় বি-টাউনের যাত্রা।

ইন্ডিয়ান আইডল

ইন্ডিয়ান আইডলের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক। একসময় এই রিয়েলিটি শোয়ের প্রতিযোগী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন নি, মাঝপথেই বিদায় নিতে হয়েছিল। ভাগ্যের জোরে বহু বছর পরে সেই মঞ্চেই বিচারক হিসেবে ফিরে আসেন নেহা। এখন তাঁকে সবাই চেনেন। গায়িকা হিসেবে জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই পাল্টে গিয়েছে নেহার জীবন। এক কামরার ঘরে বেড়ে ওঠা নেহা এখন থাকেন দেড় কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাটে। তাঁর সম্পত্তির পরিমাণ ১০৪ কোটি টাকা। ২০২০ সালে রোহনপ্রীত সিংকে বিয়ে করেন তিনি। মাঝে মধ্যেই তাঁদের ভিডিও সমাজ মাধ্যমে ঘোরাফেরা করে।

নেহার জীবনের গল্প

বিভিন্ন সাক্ষাৎকারে নিজের জীবনের গল্প ভাগ করে নিয়েছেন নেহা। কী ভাবে ধীরে ধীরে নিজের স্বপ্ন তিনি বুনেছেন, শেয়ার করেছেন সকলের সঙ্গে। অতীতের কথা বলতে গিয়ে একাধিকবার তাঁর চোখের কোনায় জল দেখেছেন দর্শকেরা। গায়িকার সঙ্গে তারাও কেঁদেছেন। শূন্য থেকে সাফল্যের চুড়ায় পৌঁছানোর কাহিনী নেহার। যাঁদের জার্নি নিয়ে অনেকেই অনেক গল্প শুনতে চান। অনুপ্রেরণা পেতে চান, নেহা কক্কর তেমনই একটা নাম।

আরও পড়ুন

নেহাকে জন্ম দিতেই চাননি মা! এক কামরার ভাড়া ঘর থেকে কী ভাবে উত্থান গায়িকার?

ফাল্গুনীর গান রিমেক করে নেটিজেনদের রোষানলে নেহা, বিতর্কের মাঝেই এক

অরিজিৎ থেকে নেহা, সুনিধি, শ্রেয়া… জানেন গান পিছু কত পারিশ্রমিক নেন

তীব্র কষ্টে রয়েছেন বর্ষীয়ান গীতিকা, শুনেই সাহায্যের হাত বাড়ালেন নেহা

 

Celebrate Neha Kakkar‘s birthday by reading her inspiring story of struggle and success. From a small-town girl to a Bollywood sensation, her journey is a true testament to hard work and dedication.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *