মুম্বই: করণ জোহরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এনসিবির তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের জুলাই মাসে তিনি একটি পার্টি হোস্ট করেছিলেন। সেই সম্পর্কেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওই পার্টি সম্পর্কিত কিছু তথ্য সংগ্রহ করার জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর।
করণ জোহরকে নোটিশের জবাব ১৮ ডিসেম্বরের মধ্যে দিতে হবে। নোটিশটি ১৬ ডিসেম্বর পাঠানো হয়েছিল। তবে পরিচালক-প্রযোজককে সশারীরে এনসিবি অফিসে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। তিনি তার প্রতিনিধি পাঠাতে পারেন। করণকে পার্টির ভিডিওর শুট করার জন্য ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসগুলির বিশদ বিবরণ দিতে বলা হয়েছে। করণের ওই পার্টিতে দীপিকা পাডুকোন, রণবীর কাপুর, ভিকি কৌশল, শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, জোয়া আখতার, অয়ন মুখোপাধ্যায় প্রমুখ বলিউড তারকারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ৬ মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও তদন্ত কতদূর এগিয়েছে, তা স্পষ্ট নয়। কিন্তু মাদক তদন্তে অনকে সেলিব্রিটিদের নাম সামনে এসেছে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই সৌভিক সুশান্তকে মাদকের জোগান দিত বলে অভিযোগ ওঠে। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই বলিউডে অনেকের নাম উঠে আসে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা এই প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুলপ্রীত সিংয়ের মতো অভিনেত্রীদের জিজ্ঞাসাবাদ করে। গ্রেপ্তার করা হয় কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। এছাড়া করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রাক্তন প্রোডিউসার ক্ষিতিশ প্রসাদকেও গ্রেফতার করা হয়েছিল।