সুশান্ত-কাণ্ডে ফের আইনি জটিলতায় জড়ালেন রিয়া চক্রবর্তী

সুশান্ত-কাণ্ডে ফের আইনি জটিলতায় জড়ালেন রিয়া চক্রবর্তী

মুম্বই: প্রয়াত অভিনেতা তথা প্রেমিক সুশান্ত সিং রাজপুতকে মাদকাসক্ত করার চেষ্টা এবং তাঁকে ক্রমাগত গাঁজা সরবরাহ করার অপরাধে ফের ইনসিবির চার্টসিটে নাম উঠল বলিউড অভিনেত্রী তথা সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর। জানা যাচ্ছে, সম্প্রতি এনসিবি তথা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো প্রয়াত অভিনেতার মৃত্যুর পর শুরু হওয়া মাদক সংক্রান্ত মামলার চার্জশিট পেশ করেছে। সেখানেই নাম রয়েছে রিয়ার। রিয়ার বিরুদ্ধে গাঁজা কেনার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি একা নন, রিয়াসহ মোট ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে ওই অভিযোগপত্রে। এমনকি চার্জসিটে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তীর নামও রয়েছে বলে খবর।

এমসিবি সূত্রের খবর, সুশান্তকে প্রায়ই গাঁজা সরবরাহ করতেন এই অভিনেত্রী। এছাড়া গাঁজা কেনাবেচার জন্য অনেক টাকা আদান-প্রদানেরও অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। এই সমস্ত অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় এবং রিয়া দোষী সাব্যস্ত হন তাহলে তাঁর ১০ বছরের জেল পর্যন্ত হতে পারে।

প্রসঙ্গত, এর আগে এই একই মামলায় রিয়াকে ২০২০ সালে সেপ্টেম্বর মাসের গ্রেফতার করা হয়েছিল। সেই সময় তিনি প্রায় এক মাস জেলে ছিলেন। এরপর ২০ সালের নভেম্বরের প্রথম দিকে তাঁর জামিন মঞ্জুর বোম্বে হাইকোর্ট। জামিন পাওয়ার কিছুদিন পর থেকেই স্বাভাবিক জীবন ফেরার চেষ্টা করছিলেন অভিনেত্রী। আবার কাজ করার কথাও চিন্তাভাবনা করছিলেন। সম্প্রতি তাকে নিয়ে মুখ খুলে ছিলেন বাংলা সিনেমার এক পরিচালক। তিনি জানেন খুব শীঘ্রই বাংলা ছবিতে অভিনয় করতে পারেন রিয়া। কিন্তু তার আগেই বুধবার সকালে এই নতুন চার্জসিটের খবর প্রকাশ্যে এল। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০২০ সালে রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তসহ একাধিক ব্যক্তির জন্য গাঁজা কিনতেন রিয়া। সেই গাঁজাই তিনি প্রেমিক সুশান্ত সিং রাজপুতকেও প্রতিনিয়ত সরবরাহ করতেন বলে অভিযোগ।

২০২০ সালের জুন মাসে মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। যদিও তদন্তের রিপোর্ট বলছে অভিনেতা আত্মহত্যা করেছেন কিন্তু এখনও সুশান্তের বহু অনুরাগী সেই কথা মানতে নারাজ। এদিকে সুশান্তের মৃত্যুর পরপরই আইনি জটিলতায় জড়ায় প্রেমিকা রিয়ার নাম। তাঁর বিরুদ্ধে সুশান্তকে মাদক দেওয়া এবং তাঁকে বিপথে চালিত করার মতো জোরালো অভিযোগও ওঠে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fifteen =