মুম্বই: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে জড়িত ড্রাগ মামলায় অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকে শীঘ্রই নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তলব করবে। সম্প্রতি সূত্র মারফত সোমবার এই খবর জানিয়েছে। তাদের নার্কোটিক্স ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্সস (NDPS) আইনের ৬৭ ধারায় আওতায় তাঁদের তলব করা হবে। এদিকে সূত্র আরও জানিয়েছে যে ফ্যাশন ডিজাইনার সিমোন খাম্বট্টা এবং অন্য এক অভিনেত্রীকেও NCB শীঘ্রই সমন পাঠাবে।
সুশান্তের মৃত্যুর সঙ্গে জড়িত একটি ড্রাগ মামলায় কয়েক সপ্তাহ আগে NCB অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে। মাদক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় এজেন্সিগুলির সামনে পার্টিতে মাদকদ্রব্য গ্রহণকারী বলিউডের কিছু সেলিব্রিটির নাম নিয়েছিলেন বলে জানা গিয়েছে। সুতরাং, তালিকায় থাকা সেলিব্রিটিদের এখন এনসিবি জিজ্ঞাসাবাদ করবে। রিয়া ছাড়াও তার ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের ঘনিষ্ঠ সহযোগী ও অভিযুক্ত মাদক ব্যবসায়ীদের দুজনকেও এনসিবি গ্রেপ্তার করেছে। তদন্তের অংশ হিসাবে, ড্রাগ সরবরাহের নেটওয়ার্কটি আবিষ্কার করতে এনসিবি মুম্বই ও গোয়ার একাধিক স্থানে অভিযান চালিয়েছিল।
আরও পড়ুন: সুশান্ত মামলায় সলমন খান, করণ জোহর-সহ ৯ জনকে আদালতে হাজিরার নোটিস
কিছুদিন আগে NCB’র জেরায় ড্রাগ চক্রের সঙ্গে যোগসূত্রের কথা স্বীকার করে নিয়েছেন রিয়া চক্রবর্তী। স্বীকার করেছেন তিনি ড্রাগ আনাতেন। অন্যদিকে রিয়ার ভাই সৌভিকও ড্রাগ আনার কথা স্বীকার করে নিয়েছেন। সূত্রের খবর সুশান্তের জন্যই ড্রাগ আনাতেন বলে জানিয়েছেন রিয়া। কিন্তু তিনি নিজেও মাদক সেবন করতেন কি না তেমন কোনও উল্লেখ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর রিম্যান্ড অ্যাপ্লিকেশনে নেই। তবে রিয়া যে মারিজুয়ানা আনতেন সে কথা জেরার মুখে স্বীকার করেছেন তিনি। নার্কোটিক্স কন্ট্রোল বোর্ডের অশোক জৈন জানিয়েছেন রিয়ার বিরুদ্ধে সংস্থার হাতে প্রমাণ রয়েছে। সেই ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন আপাতত নেই। এছাড়া রিয়ার মেডিকেল রিপোর্টে তাঁর শরীরে কোনও মাদকের সন্ধান পাওয়া যায়নি। রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার পরই তাঁকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের সিয়ান হাসপাতলে। অভিনেত্রীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলায় দায়ের করা হয়েছে। বাইকুলার জেলে স্থানান্তরিত করা হয়েছে রিয়াকে। আপাতত বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন অভিনেত্রী।