মাদক মামলায় গ্রেফতার করণ জোহরের ‘ডানহাত’ ক্ষিতিজ! এবার কী পরিচালকের পালা?

মুম্বই: নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের কর্মী ক্ষিতিজ রবি প্রসাদকে গ্রেপ্তার করেছে। একি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ক্ষিতিজ তাঁর জিজ্ঞাসাবাদের সময় চাতুর্যের আশ্রয় নিয়েছিলেন। এছাড়া তাঁর উত্তরগুলিও সন্তোষজনক ছিল না। তাঁর বাড়িতে করণ জোহরের ২০১৯ সালের পার্টির ভিডিও সম্পর্কেও তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁর বাড়িতে তল্লাশির সময় মাদক পাওয়া যাওয়ার পরে ক্ষিতিজকে এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়। ক্ষিতিজ নিয়মিত বিপুল পরিমাণে ড্রাগ কেনন।

মুম্বই: নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের কর্মী ক্ষিতিজ রবি প্রসাদকে গ্রেপ্তার করেছে। একি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ক্ষিতিজ তাঁর জিজ্ঞাসাবাদের সময় চাতুর্যের আশ্রয় নিয়েছিলেন। এছাড়া তাঁর উত্তরগুলিও সন্তোষজনক ছিল না। তাঁর বাড়িতে করণ জোহরের ২০১৯ সালের পার্টির ভিডিও সম্পর্কেও তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল। তাঁর বাড়িতে তল্লাশির সময় মাদক পাওয়া যাওয়ার পরে ক্ষিতিজকে এনসিবি অফিসে নিয়ে যাওয়া হয়। ক্ষিতিজ নিয়মিত বিপুল পরিমাণে ড্রাগ কেনন।

এনসিবি কর্মকর্তারা যখন ক্ষিতিজের বাড়িতে অভিযান চালান, তখন তাঁর মারিজুয়ানা এবং অল্প পরিমাণে উইড খুঁজে পান। NCB কর্মকর্তারা মাদক বাজেয়াপ্ত করে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং তার পরেই তাঁকে আটক করা হয়। ধর্মা প্রোডাকশনসের মালিক চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।

করণ একটি বিবৃতি জারি করে বলেছেন, “আমি জানাতে চাই যে আমি এই ব্যক্তিদের ব্যক্তিগতভাবে চিনি না। এই দুই ব্যক্তির কেউই সহায়ক বা ঘনিষ্ঠ সহযোগী নয়। তাঁরা ব্যক্তিগত জীবনে যা করছে তার জন্য আমি বা ধর্মা প্রোডাকশনস দায়ী নই। এই অভিযোগগুলি ধর্মা প্রোডাকশনসের ক্ষেত্রে খাটে না। আমি আরও বলতে চাই যে মিঃ অনুভব চোপড়া ধর্মা প্রোডাকশনের কোনও কর্মচারী নন। তিনি ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের জানুয়ারির মধ্যে একটি চলচ্চিত্রের জন্য ২য় সহকারী পরিচালক হিসেবে আমাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে যুক্ত ছিলেন। ২০১৩ সালের জানুয়ারিতে সংক্ষিপ্ত চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসাবেও কাজ করেন তিনি। পরে তিনি কখনও ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত হননি। মিঃ ক্ষিতিজ রবি প্রসাদ ২০১২ সালের নভেম্বরে ধর্মাটিক এন্টারটেনমেন্টে (ধর্মা প্রোডাকশনের সিস্টার কনসার্ন) যোগদান করেছিলেন। একটি প্রকল্পের চুক্তির ভিত্তিতে নির্বাহী প্রযোজক হিসাবে যোগ দিয়েছিলেন তিনি যা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।”

এদিকে শনিবার সকালেই মুম্বইয়ে NCB-র অফিসে পৌঁছেছেন দীপিকা পাড়ুকোন ও শ্রদ্ধা কাপুর। এখনও চলছে জিজ্ঞাসাবাদ। কিছুক্ষণ আগে সেখানে পৌঁছেছেন সারা আলি খানও। জানা গিয়েছে তিন অভিনেত্রীকে আলাদা আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দীপিকা পাডুকোনকে মুম্বাইয়ের কোলাবার এভলিন গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেখানে নার্কোটিক্স ব্যুরোর বিশেষ তদন্ত দল একটি সাময়িক অফিস তৈরি করেছে। অভিনেত্রী সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর এনসিবির বলার্ড এস্টেট অফিসে রয়েছেন।

শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকার ম্যানেজার কারিশ্মাকে। শনিবার ফের তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তিনিও দ্বিতীয় দিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি অফিসে পৌঁছেছেন। সূত্রের খবর, অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের চেয়ে দীপিকাকে জিজ্ঞাসাবাদ অনেক বেশি সময় ধরে চলবে। রকুল প্রীতকে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল NCB। তদন্তকারী এই সংস্থা রকুল প্রীত সিং এবং কারিশ্মা প্রকাশকে হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করেছিল। সেখানে অভিযোগ করা হয়েছিল যে গাঁজা সেবন করার জন্য কেনার কথা উল্লেখ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eighteen =