Aajbikel

জল্পনার অবসান, সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নিল কীরাবাণীর ‘নাটু নাটু’

 | 
নাটু নাটু

 লস অ্যাঞ্জেলস: জল্পনার অবসান৷  ‘বেস্ট অরিজিন্যাল সং’ বা ‘সেরা মৌলিক গান’-এর বিভাগে অস্কার জিতে নিল এম এম কীরাবাণীর ‘নাটু নাটু’। যিনি ছোট থেকে বড় হয়েছিলেন ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে, সেই সঙ্গীত পরিচালকের হাতেই উঠল অস্কার৷ তে‌লুগু ছবির ইতিহাসে নজির গড়ে অস্কার জিতল ‘আরআরআর’ ছবির এই গান।

আরও পড়ুন- চেহারার তারুণ্য ধরে রাখতে বিছানায় কেমন পুরুষ চাই? দাওয়াই দিলেন উরফি!


২০০৯ সালে এই বিভাগে অস্কার জিতেছিল স্লামডগ মিলিওনেয়ার ছবির ‘জয় হো’৷ ‘নাটু নাটু’ হল দ্বিতীয় ভারতীয় গান যা ‘সেরা মৌলিক গান’ বিভাগে অস্কার জিতে নিল৷ অস্কার পাওয়ার আগে ‘গোল্ডেন গ্লোব’ ও ‘ক্রিটিক্‌স চয়েস অ্যাওয়ার্ড’ জিতে দৌড়ে অনেটকাই এগিয়ে ছিল ‘নাটু নাটু’। একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এম এল কীরাবাণীর এই গান টেক্কা দিয়েছিল রিহানা, লেডি গাগার মতো তাবড় তাবড় পপ তারকাদের। মনোনয়নের তালিকায় ছিল ‘টেল ইট লাইক আ ওম্যান’ ছবির ‘অ্যাপ্লজ’ গানটিও। ‘টেল ইট লাইক আ ওম্যান’ অ্যান্থোলজির একটি ছবিতে দেখা গিয়েছিল বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজকেও। তবে সেই গানকে পিছনে ফেলে চূড়ান্ত পর্যায়ে জয় ছিনিয়ে নিল চন্দ্র বোস ও এম এম কীরাবাণীর ‘নাটু নাটু’৷


২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এস এস রাজামৌলি পরিচালিত ছবি ‘আরআরআর’। মুক্তির পর থেকেই চর্চায় এই তেলুগু ছবি। বক্স অফিসে সফল ভাবে ব্যবসা করেছে এই ছবি৷ প্রশংসা কুড়িয়েছে দর্শকদেরও৷ স্বীকৃতি আদায় করে নিয়েছে সমালোচকদের কাছেও। তবে শুধু ছবি নয়, প্রবল জনপ্রিয় হয়েছে এই ছবির ‘নাটু নাটু’ গান। রাহুল সিপলিগঞ্জ ও কালা ভৈরবের গাওয়া এই গানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্টিভেন স্পিলবার্গ, জেমন ক্যামেরনের মতো কিংবদন্তি হলিউড পরিচালকরাও। 

Around The Web

Trending News

You May like