মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হামলায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। তবে অভিনেতার মৃত্যুর থেকেও এই খবর তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে জড়িত। রিয়ার সঙ্গে মাদকচক্রের যুক্ত থাকার সম্ভাবনার খবর একাধিকবার সামনে এসেছে। এবার সেই প্রসঙ্গে এক জাতীয় স্তরের বিলিয়ার্ড ও স্নুকার খেলোয়াড়ের নাম উঠে এল। মঙ্গলবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি।
আরও পড়ুন: সারার জন্যই থাইল্যান্ড ট্রিপে চার্টার্ড বিমান ভাড়া করেছিলেন সুশান্ত!
শোনা গিয়েছে ঋষভ ঠক্কর নামে ওই খেলোয়াড়ের সঙ্গে রিয়ার পরিচয় নাকি দীর্ঘদিনের। রাজস্থানে উদয়পুরে একটি বিয়ে বাড়িতে তাঁদের আলাপ। এরপর ক্রমে জমে ওঠে বন্ধুত্ব। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথোপকথনও হত তাঁদের। শোনা গিয়েছে হোয়াটসঅ্যাপে রিয়ার সঙ্গে ঋষভের মাদক সংক্রান্ত একাধিক বিষয়ে কথা হত। মঙ্গলবার এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠায় ইডি। প্রায় ৮ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। যদিও ঋষভের বক্তব্য মাদক সংক্রান্ত ব্যাপারে তিনি কিছুই জানেন না। মামলায় আরও একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি গোয়ার ব্যবসাসী গৌরব আর্য। এছাড়া ড্রাগ ব়্যাকেটের সঙ্গে যুক্ত ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাদের মধ্যে একজন জেরায় রিয়ার ভাই সৌভিকের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে নেয়।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় এখন তিন তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিহারের রাজীবনগর থানায় অভিযোগ দায়ের করেছেন সুশান্তের বাবা কে কে সিং। তাঁর একাধিক অভিযোগের মধ্যে অন্যতম ছিল রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার জট কাটাতে তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। তদন্তের সময়ই উঠে আসে রিয়া ও সুশান্তের সঙ্গে ড্রাগ চক্রের যোগের কথা। মামলায় ঢোকে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই সংস্থার হাতে বুধবার মুম্বাই থেকে গ্রেপ্তার হয় আবদুল বাসিত ও জাইদ ভিলাত্রা। রিয়া চক্রবর্তী অ্যাসোসিয়েট স্যামুয়েল মিরান্ডা তাঁকে ও তাঁর ভাই সৌভিককে ড্রাগ এনে দিতেন। স্যামুয়েলের সঙ্গে সম্পর্ক ছিল আবদুল বাসিতের। এর পিছনে একাধিক তথ্যপ্রমাণও পেয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। ধৃত দুই ব্যক্তির মধ্যে একজন আবার বলিউডের সঙ্গে মাদকচক্রের যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছে।