করনি সেনার বিক্ষোভের জের, নাম পালটে গেল ‘লক্ষ্মী বম্ব’-এর

মুম্বই: ছবির নাম নিয়ে বিক্ষোভ। আর সেই বিক্ষোভের জেরে পালটে ফেলা হল অক্ষয় কুমারের ছবি 'লক্ষ্মী বম্ব'-এর নাম। ছবির নাম সংক্রান্ত ইস্যুতে পরিচালককে আইনি নোটিস পাঠিয়েছিল করনি সেনা। এরপরই অক্ষয় কুমার অভিনীত ছবি ‘লক্ষ্মী বম্ব’-র নাম পালটালেন প্রযোজকরা। ছবির নতুন নাম রাখা হয়েছে ‘লক্ষ্মী’। এমনকী পালটে ফেলা হয়েছে নামের ইংরাজি বানানও। Laxmmi Bomb থেকে ছবির নামের বানান এখন Laxmii হয়েছে।

মুম্বই: ছবির নাম নিয়ে বিক্ষোভ। আর সেই বিক্ষোভের জেরে পালটে ফেলা হল অক্ষয় কুমারের ছবি ‘লক্ষ্মী বম্ব’-এর নাম। ছবির নাম সংক্রান্ত ইস্যুতে পরিচালককে আইনি নোটিস পাঠিয়েছিল করনি সেনা। এরপরই অক্ষয় কুমার অভিনীত ছবি ‘লক্ষ্মী বম্ব’-র নাম পালটালেন প্রযোজকরা। ছবির নতুন নাম রাখা হয়েছে ‘লক্ষ্মী’। এমনকী পালটে ফেলা হয়েছে নামের ইংরাজি বানানও। Laxmmi Bomb থেকে ছবির নামের বানান এখন Laxmii হয়েছে।

করনি সেনার পক্ষ থেকে জানানো হয়েছে ‘লক্ষ্মী বম্ব’ ছবির নাম দেবী লক্ষীকে অপমান করা হয়েছে। এই অভিযোগ তুলে আইনি নোটিস পাঠিয়েছেন আইনজীবী রাঘবেন্দ্র মেহরোত্রা। তাঁর এও অভিযোগ ছবির নাম হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। আর তাই অবিলম্বে ছবির নাম বদলানোরও দাবি তুলেছে করনি সেনা। ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে ‘লক্ষ্মী বম্ব’ ছবির মুক্তি পাওয়ার কথা। মাত্র সপ্তাহখানেক সময় রয়েছে হাতে। আর এই সময় করনি সেনার এই দাবি অযৌক্তিক বলে মনে করছে অনেকে। তবে করনি সেনার এহেন আপত্তি এই নতুন নয়। এর আগে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ও দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের ‘পদ্মাবত’ ছবির নাম বদলানোর দাবি তোলে করনি সেনা। তাদের বিক্ষোভের জেরেই ছবির নাম রাতারাতি ‘পদ্মাবতী’ থেকে ‘পদ্মাবত’ করতে হয়। এবার সেই খাঁড়া ‘লক্ষী বম্ব’-এর উপর। 

তবে ‘লক্ষী বম্ব’ এর আগেও বিতর্কে জড়িয়েছে। ছবিতে অক্ষয় কুমারের চরিত্রের নাম আসিফ এবং কিয়ারা আডবানীর চরিত্রের নাম পূজা। এতে নেটিজেনদের একাংশের দাবি ছবিটি ‘লাভ জিহাদ’ প্রচার করছে। ফলে ছবিটি বয়কটের দাবিও ওঠে। এছাড়া সুশান্ত সিং রাজপুতের মামলায় অক্ষয় কুমারের মুখ খোলার পর থেকে সমালোচিত হন তিনি। সুশান্তের মৃত্যুর পর বলিউডের তাবড় অভিনেতা অভিনেত্রীরা সবাই চুপ ছিল। কিন্তু যখন অভিনেতার মৃত্যু সঙ্গে মাদক চক্রের কথা প্রকাশ্যে আসে এবং একাধিক বিখ্যাত বলিউড ব্যক্তিদের নাম জড়ায় তখন মুখ খোলেন অক্ষয়। অক্ষয় বলেন সুশান্তের মৃত্যুর ড্রাগ অ্যাঙ্গেল তদন্ত করতে গিয়ে যে সমস্ত কথা উঠে আসছে তা বলিউডের যেমন লজ্জিত করেছে, কষ্ট দিয়েছে অক্ষয়কেও। এই সমস্ত তথ্য অনেকটা পিছনে ঠেলে দিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিকে। তবে বলিউডে যে শুধু খারাপ আছে এমন নয়। পৃথিবীর সব পেশাতেই খারাপ এবং ভালো দুই মিশিয়ে রয়েছে। বলিউডও তার ব্যতিক্রম নয়। এখানে যেমন খারাপ দিক রয়েছে তেমন ভাল দিকও রয়েছে। অক্ষয় কুমার বলেছেন তদন্তকারী সংস্থা NCB যা পদক্ষেপ নেবে তাতে সম্পূর্ণভাবে তাঁর সমর্থন থাকবে। পাশাপাশি বলিউডও সংস্থাকে সাহায্য করবে আশা দিয়েছেন অক্ষয়। কিন্তু তিনি আবেদন করেছেন একটি ঘটনার জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিকে খারাপ চোখে দেখা কখনই কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − nine =