Aajbikel

সারা শরীর জুড়ে উষ্ণ চুম্বন, ‘সমকামী’ নয়নার উন্মুক্ত শরীরে উষ্ণতার ঝড়

 | 
নয়না

মুম্বই:  সমকামিতা নিয়ে বলিউডে এর আগেও সিনেমা হয়েছে৷ কিন্তু লেসবিয়ান ক্রাইম ড্রামা এই প্রথম৷ আর সমকামী চরিত্রে অভিনয় করে রীতিমতো ঝড় তুললেন বঙ্গ তনয়া নয়না গঙ্গোপাধ্যায়৷ পরিচালক রামগোপাল বর্মার ‘খাত্রা: ডেঞ্জারাস'-এর ট্রেলার দেখেই শিহরণ জেগেছে নেটেজেনদের৷ প্রচণ্ড বোল্ড চরিত্রে অভিনয় করে সমালোচকদের নজর কেড়েছেন নয়না৷ 

আরও পড়ুন- নিওন গ্রিন অন্তর্বাসে স্পষ্ট বক্ষবিভাজিকা, হট লুকে মালাইকাকে দেখে কুপোকাত নেটিজেনরা

nayna


রামগোপাল বর্মার লেসবিয়ান ক্রাইম ড্রামার পরতে পরতে রয়েছে চমক৷ ঠোঁটে ঠোঁট লাগিয়ে গভীর চুম্বন থেকে অর্ধনগ্ন অবস্থায় শরীরী ঘনিষ্ঠতা, প্রচন্ড সাহসী দৃশ্যে অভিনয় করেছেন নয়না৷ এই ছবির ট্রেলার দেখার পর অনেকেই আবার নয়নাকে সমকামী ভাবতে শুরু করেছিলেন৷

ে্

এই ছবিতে এতটাই বোল্ড দৃশ্য রয়েছে যে তা দেখে ঘাম ঝড়েছে দর্শকদের৷ ইতিমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়ে গিয়েছে 'খাত্রা: ডেঞ্জারাস'৷ এই ছবিকে ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়েছে৷ উল্লেখ্য 'খাত্রা: ডেঞ্জারাস'ই ভারতের প্রথম ছবি যা ‘এ’ সার্টিফিকেট পেয়েছে৷  তবে এই ছবির ছাড়পত্র পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন খোদ পরিচালক৷ সবকিছু ঠিক থাকলে আগামী ৮ এপ্রিল মুক্তি পাবে এই লেসবিয়ান ক্রাইম ড্রামা৷ 

nayna


চরিত্রের জন্য যতটা প্রয়োজন ছিল, ততটাই খোলামেলা ভাবে নিজেকে উপস্থাপন করেছেন দুই অভিনেত্রী৷ তাঁদের সাবলীল অভিনয় সকলের মন ছুঁয়ে গিয়েছে৷ এই ছবিতে লেসবিয়ানের চরিত্রে দেখা গিয়েছে ‘চরিত্রহীন’ নায়নাকে।

উল্লেখ্য,'চরিত্রহীন' ওয়েবসিরিজ দিয়ে বাংলা অভিনয়ের জগতে প্রথম পা রাখেন নয়না গঙ্গোপাধ্যায় । সাবলীল ভাবে সাহসী দৃশ্যে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন বঙ্গ তনয়া৷ যার শরীর চুঁইয়ে পড়ে উষ্ণতা, সেই নয়নাই কিনা পুরুষের থেকে দূরত্ব বজায় রেখে চলেন৷ একজন নারী হয়ে কীভাবে অপর এক নারীকে এইভাবে উষ্ণতায় ভরিয়ে তুললেন নয়না, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে৷ ধেয়ে এসেছে অনেক অশালীন মন্তব্যও৷

খাত্রা: ডেঞ্জারাস


উল্লেখ্য, আমাদের দেশে ৩৭৭ ধারা স্বীকৃত৷ এই ধারা  দেশে সমকামিতাকে স্বীকৃতি দেয়৷ কিন্তু আমাদের সমাজে সমকামিতা নিয়ে এখনও অনেক দ্বিধা দ্বন্দ্ব রয়েছে৷  তবে সমকামিতা নিয়ে আদালতের যে নির্দেশ, তা আরও একবার এই ছবির মধ্যে দিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন পরিচালক। আর রামগোপাল ছবির অন্যতম ইউএসপি’ই হল যৌনতা, ছবির পরতে পরতে থাকে চমক৷ এই ছবিতেও যার ব্যতিক্রম হল না৷

 

Around The Web

Trending News

You May like