Aajbikel

পুলের ধারে জিতু-নবনীতার আদুরে ছবি, বরকে কাছে টেনে চুমুতে ভরালেন স্ত্রী, রইল ছবি

 | 
জিতু নবনীতা

 কলকাতা:  আজ তাঁদের বিয়ের জন্মদিন৷ চার বছর পূর্ণ করলেন জিতু কমল এবং নবনীতা দাস৷ বিবাহবার্ষিকীতে বরের সঙ্গে আদুরে ছবি পোস্ট করলেন অভিনেত্রী। পুলের জলে শরীর ভিজিয়ে একরাশ প্রেমের উষ্ণতা ছড়ালেন দু’জনে৷ তাঁদের মাখোমাখো প্রেমের ছবি দেখে শুভেচ্ছায় ভরাল নেটিজেনরা। আপাতত লন্ডনে রয়েছেন এই তারকা যুগল। সেখানেই এবারের বিবাহবার্ষীকি পালন করছেন জিতু-নবনীতা। 

চার বছর আগে এই দিনেই সাত পাকে বাঁধা পড়েছিলেন নবনীতা এবং জিতু কমল। বিয়ের জন্মদিনে আদুরে ছবি পোস্ট করে নায়িকা লিখলেন, “চার বছরের কলহ, চার বছরের ভালবাসা।” সঙ্গে অনেকগুলো স্টিকার দিয়েছেন অভিনেত্রী। বেশ কয়েক বছর হল ছোট পর্দা ছেড়ে সিনেমায় পা রেখেছেন জিতু। জিতু যদিও কাজের জন্য বর্তমানে রয়েছেন টেমসের তীরে। সেখানেই চলছে বাবুসোনা সিনেমার শ্যুট। তাঁর বিপরীতে নায়িকার চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এদিন নবনীতার পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, পুলের জলে ঘনিষ্ঠ ভাবে রয়েছে জিতু আর নবনীতা। ভালোবেসে বরের গালে চুমুও বসিয়েছেন অভিনেত্রী।


২০১৯ সালের ৬ই মে সাত পাকে বাঁধা পড়েছিলেন জিতু-নবনীতা। ইনস্টাগ্রাম স্টোরিতেও কিছু আদুরে ছবির কোলাজ শেয়ার করে করেছেন তিনি। এই চার বছরে অনেক ওঠাপড়া এসছে তাঁদের জীবনে। তবে একে-অপরের হাত শক্তি করে ধরে রেখেছেন তাঁরা। অপরাজিত মুক্তির পর জিতুর একাধিক পোস্টে, সাক্ষাৎকারে ছিল নবনীতার গুণগান। বড় পর্দায় সত্যজিৎ হয়ে উঠতে যে অক্লান্ত প্রস্তুতি চলেছিল, সেই সময়টা অসীম ধৈর্য নিয়ে জিতুকে সামলেছিলেন তিনি। 

‘অপরাজিত’ ছবিতে জিতুর অভিনয় মনে ধরেছিল দর্শকের। তার পর থেকেই গড়গড়িয়ে চলছে তাঁর জীবনের চাকা। আর নায়কের প্রতিটি পদক্ষেপে তিনি পাশে পেয়েছেন নবনীতাকে। 

Around The Web

Trending News

You May like