শেষ ৫ মাস কেমন ছিল সুশান্তের জীবন? বোন-বন্ধু-রাঁধুনির বয়ান ঘিরে জল্পনা

শেষ ৫ মাস কেমন ছিল সুশান্তের জীবন? বোন-বন্ধু-রাঁধুনির বয়ান ঘিরে জল্পনা

মুম্বই: মাত্র ৩৪ বছরে জীবনযুদ্ধে পরাজিত হলেন তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুত৷ নিজের ফ্ল্যাটে আত্মঘাতী হয়েছেন তিনি৷ কিন্তু সত্যিই তরুণ এই অভিনেতা আত্মঘাতী হয়েছেন? নাকি অন্য কিছু? কেমন ছিল গত কয়েক মাস সুশান্তের জীবনযাপন? সুশান্তর বোন, বন্ধু, রাঁধুনির বয়ান ঘিরে নতুন করে তৈরি হয়েছে জল্পনা৷

অভিনেতার মৃত্যুর পর ইতিমধ্যেই তদন্তে নেমেছে মুম্বই পুলিশ৷ প্রকাশ্যে এসেছে ময়নাতদন্তের রিপোর্ট৷ কিন্তু সুশান্তের আত্মহত্যার ঘটনা কোনও ভাবে মেনে নিতে পারছে না তাঁর পরিবার৷ সুশান্তকে খুন করা হয়েছে, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের কাকা৷ ইতিমধ্যেই অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে৷

সূত্রের খবর রিপোর্টে আত্মহত্যা উল্লেখ রয়েছে৷ ফুসফুসে কোনও রকম বিষ পাওয়া যায়নি বলে এখনও পর্যন্ত বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে৷ ময়না তদন্ত রিপোর্ট নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে মুম্বই পুলিশ৷

ন্যদিকে বিস্ফোরক বয়ান দিয়েছেন সুশান্ত সিং রাজপুতের বোন৷ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, গত পাঁচ মাস ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তিনি৷ পাঁচ দিন আগে শেষ ফোন করেছিলেন বোন৷ শরীর ভালো নেই বলে জানিয়েছিলেন সুশান্ত৷ সুশান্তরে বোন দিন কয়েক থেকে যান বান্দ্রার বাড়িতে৷

ইতিমধ্যেই সুশান্তের বন্ধু ও রাঁধুনি বেশ কিছু বয়ান দিয়েছেন৷ জানিয়েছেন, আগামী নভেম্বর মাসে তার বিয়ে হওয়ার কথা ছিল তাঁর৷ সূত্রের খবর, যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তাঁর সঙ্গে নিয়মিত ঝগড়া হচ্ছিল তাঁর৷ লকউনের সময় বান্ধবী রিয়া ছিলেন সুশান্তের কাছে৷ মৃত্যুর আগে গভীর রাতে ফোন করেছিলেন সুশান্ত৷ ফোন করেছিলেন বন্ধু মহেশ শেট্টিকে৷ তবে ফোন তোলেননি বন্ধু মহেশ৷ সকাল ১০টা নাগাদ ফোন করেন মহেশ৷ তখন ফোন তোলেননি সুশান্ত৷

জানা গিয়েছে, গত পাঁচ মাস ধরে মানসিক অবসাদের কারণে তিনি চিকিৎসা করাচ্ছিলেন৷ সূত্রের খবর সুশান্তের আর্থিক কোনও অনটন ছিল না৷ ব্যাংক অ্যাকাউন্টে বেশ কিছু টাকাও ছিল তাঁর৷ আর্থিকভাবে কোন সমস্যা না হলেও মানসিকভাবে তিনি বিপর্যস্ত ছিলেন৷ বন্ধ করে দিয়েছিলেন ওষুধ৷ ব্যবহার পরিবর্তন হচ্ছিল তাঁর৷ এমনই জানিয়েছেন সুশান্তের বন্ধু ও রাঁধুনি৷ সূত্রের খবর নভেম্বর মাসে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিলেন সুশান্তের বাবা৷ সেই প্রস্তাবে একমত  হয়েছিলেন তিনি৷ কিন্তু আচমকাই সবকিছু এলোমেলো হয়ে গেল সুশান্তের আত্মঘাতী হওয়ার ঘটনা৷ কিন্তু হঠাৎ কেন তাঁর এই মানসিক অবসাদ? সেই নিয়ে এখন তদন্ত শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + four =