জনপ্রিয় হলিউড অভিনেতা ইভান এলিংসনের রহস্যমৃত্যু

জনপ্রিয় হলিউড অভিনেতা ইভান এলিংসনের রহস্যমৃত্যু

Mysterious Death

ওয়াশিংটন: জনপ্রিয় হলিউড অভিনেতা ইভান এলিংসনের রহস্য মৃত্যু। মাত্র ৩৫ বছর বয়সে অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা হলিউড৷  ২০০৯ সালের ছবি ‘মাই সিস্টার্স কিপারে’ অভিনয়ের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান এই তরুণ অভিনেতা৷ রবিবার ক্যালিফোর্নিয়ার বাড়ি থেকে অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়৷

ছেলের মৃত্যু সংবাদ দিতে গিয়ে এলিংসনের বাবা জানিয়েছেন, “অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমার দুর্ভাগ্য, আমাকে নিজের হাতে আমার ছেলের অন্ত্যেষ্টি করতে হচ্ছে।” মাই সিস্টার্স কিপারের পরিচালক নিক ক্যাসাভেটস একটি পোস্টে অভিনেতাকে স্মরণ করে লিখেছেন, “আজ আমার আত্মা চূর্ণবিচূর্ণ। ও যখন থেকে শিশু শিল্পী ছিল, তখন থেকে আমাদের পরিচয়। এই খবর আমি বিশ্বাস করতে পারছি না৷’’

এলিংসন ২০০৯ সালের ছবিতে অ্যাবিগেইল ব্রেসলিনের ভাইয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। মাই সিস্টার্স কিপার্স ছাড়াও একাধিক জনপ্রিয় টিভি সিরিজেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল।  পরিবারের তরফে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তোলা হলেও অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনও জানাতে পারেনি পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 11 =