ওয়াশিংটন: গত মাসের ২৬ তারিখে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছিলেন আমেরিকান পপস্টার বিলি এইলিস। ভিডিওর নাম ছিল ‘নট মাই রেসপন্সিবিলিটি’, যেখানে দেখা যাচ্ছে তিনি ধীরে ধীরে তাঁর পোশাক খুলে ফেলছেন এবং শরীর নিয়ে কটু মন্তব্যের (বডিশেমিং) বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দিচ্ছেন। বছরের শুরুতেও বডিশেমারদের উদ্দেশ্যে একটি ভিডিও পোস্ট করেছিলেন ১৮ বছর বয়সি গায়িকা। এবার তিনি জানালেন ‘বডিশেমিং’ নিয়ে তাঁর এত মাথাব্যথার একটা কারণ, তাঁর শরীর নাকি আকর্ষক নয়। প্রাক্তন বয়ফ্রেন্ডদের সঙ্গে সম্পর্কের পরে তাঁর মনে হয়েছে, কেউই তাঁকে শারীরিকভাবে চাইত না।
এইলিস জানান, তিনি ঢিলেঢালা (ব্যাগি) পোশাক পরেন কারণ তাঁর মনে হয়, তিনি শারীরিকভাবে আকর্ষক নন। তাঁর কথায়, ‘আমার অতীতের বয়ফ্রেন্ডরা কেউই আমাকে এমন অনুভব করায়নি যে তাঁরা আমায় শারীরিকভাবে পেতে চায়। এটা আমার জীবনে একটা বড় বিষয় যে কেউই আমাকে শারীরিকভাবে পেতে চায়নি, আর সেজন্যই আমি ব্যাগি ড্রেস পরি। যাতে আমার শরীর বা শরীরের আকার বিচার করার সুযোগ কেউই না পায়।’ তিনি অবশ্য জানিয়েছেন, এমন নয় যে তিনি শুধুই ব্যাগি ড্রেস পরবেন, ইচ্ছে হলেও অন্য কিছুও পরতে পারেন।
তাঁর ছবি বিশেষত শরীরের ছবি ভাইরাল হওয়া নিয়েও তাঁর কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন বিলি এইলিস। তাঁর পোশাক পরার স্টাইল নিয়ে জানিয়েছেন, কখনও কখনও আমি যেন আমার তৈরি করা ইমেজের মধ্যে, চরিত্রের মধ্যে আটকে পড়ি, কারণ অনেকেই আমাকে ঠিক নারী হিসেবে দেখে না। প্রসঙ্গত, ইতিমধ্যেই পাঁচটা গ্র্যামি পুরস্কার জেতা বিলি মঞ্চে হিপহপ তারকাদের মতো পোশাক পরেন যা সাধারণত পুরুষরা পরে থাকেন। ‘নট মাই রেসপন্সিবিলিটি’ ভিডিও নিয়ে এইলিসের কড়া মন্তব্য, ‘এই ভিডিওটায় বলতে চেয়েছি, দেখো, আমার এই পোশাকের ভেতরে একটা শরীরও আছে, সেটা তোমরা দেখতে পাও না। কী লজ্জার, তাই না?’