কোনও কিছু লুকোলেই হাতেনাতে ধরে ফেলেন মালাইকা, কী ভাবে? ফাঁস করলেন অর্জুন

কোনও কিছু লুকোলেই হাতেনাতে ধরে ফেলেন মালাইকা, কী ভাবে? ফাঁস করলেন অর্জুন

মুম্বই:  বলি ফ্যাসিনিস্তা মালাইকা আরোরা আর অর্জুন কাপুরের সম্পর্ক বলিউডে হট কেট৷ নিজের চেয়ে বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ৫০ ছুঁইছুই মালাইকা৷ দীর্ঘ দিন ধরেই লিভ-ইন রিলেশনে রয়েছে এই লাভ বার্ড৷ যা নিয়ে নেটিজেনদের কটাক্ষের মুখেও একাধিকবার পড়তে হয়েছে তাঁকে৷ তবে কোনও ট্রোলকেই সে ভাবে পাত্তা দেননি ছাইয়া গার্ল৷ এবার নিজের প্রেমিকাকে নিয়ে মুখ খুললেন অর্জুন৷ 

আরও পড়ুন- ডেটিং থেকে লিভ ইন, যশের সঙ্গে খোলাখুলি প্রেম কবুল নুসরতের

ব্যক্তিগত জীবন থেকে ফ্যাশন, বরাবরই লাইমলাইটে থাকেন মালাইকা৷ আর ফিটনেসের দিক থেকে নিউকামারদেরও হার মানান তিনি৷ আর তাঁকে নিয়ে যাবতীয় ট্রোল উড়িয়ে দেন ফুৎকারে৷ দীর্ঘদিন ধরেই অর্জুনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি৷ অর্জুনের খুঁটিনাটি বিষয় তাঁর নখদর্পনে৷ তাই তো কিছু বলার আগেই নাকি সবটা ধরে ফেলেন মালাইকা৷ এবার নিজেই সে কথা ফাঁস করলেন অর্জুন৷ 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অর্জুনকে প্রশ্ন করা হয়েছিল কে তাঁর মনের কথা সবচেয়ে বেশি বুঝতে পারেন? জবাবে অর্জুনের ফটাফট উত্তর, মালাইকা৷ অভিনেতার কথায়, মালাইকার থেকে কিছু লুকোনোর উপায় নেই তাঁর৷ সবটাই তিনি বুঝে ফেলেন৷ মন খারাপ হলে যেমন মালাইকার সামনে ধরা পড়ে যান৷ তেমনই ভালো মুডে থাকলেও তা চটপট বুঝে নেন তিনি৷ অর্জুন বলেন, ‘আমার প্রেমিকা আমাকে ভিতর থেকে চেনে৷’ অর্জুনের কথায়, ‘আমার গার্লফ্রেন্ড আমার সবটা জানে৷ আমি লুকিয়ে রাখলেও, ও ধরে ফেলতে পারে৷ আমার দিনটা ভালো কাটেনি বা কোনও বিষয়ে আমি খুব খুশি, খুব সহজেই আঁচ করে নেয় ও।’

অর্জুনের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন মালাইকা৷ ২০১৯ সালে অফিসিয়ালি সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন তাঁরা৷ তাঁদের একাধিক ঘনিষ্ঠ ছবি নেট দুনিয়ায় ভাইরাল৷ তবে ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক রেখে চলতেই পছন্দ করেন অভিনেত্রী৷ আবার প্রেমিকাকে নিয়ে বিশেষ মুখ খোলেন না অর্জুনও৷ এবার মিজের মুখে প্রেমিকার কথা বললেন অর্জুন৷ উল্লেখ্য, ক’দিন আগেই মালাইকার ফ্ল্যাটের ঠিক পাশে ফ্ল্যাট কিনেছেন ‘ইশকজাদে’৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =