নয়াদিল্লি: বিশ্বকাপের রাতেই বিশ্বজয় ভারতের৷ ২১ বছরের খরা কাটিয়ে ভারতে ফিরল মিসেস ওয়ার্ল্ডের ক্রাউন। শিয়রে সাফল্যের পালক জুড়লেন সরগম কৌশল।
আরও পড়ুন- শুতে যাবেন, নিমেষে পাল্টালেন পোশাক! ম্যাজিকের মতো আঁটসাঁট গাউন ছেড়ে পাজামায় জাহ্নবী
রবিবার, ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক মঞ্চে আরও একবার লেখা হল ভারতের নাম৷ লাস ভেগাসে মিসেস ওয়ার্ল্ডের আসরে ভারতীয় সুন্দরীর মাথার উঠল বিশ্ব সেরার মুকুট৷ তাঁকে ক্রাউন পরিয়ে বরণ করে নেন মিসেস ওয়ার্ল্ড ২০২১ শ্যালিন ফোর্ড (আমেরিকা)। ৬৩টি দেশের বাছাই করা সুন্দরীদের হারিয়ে সেরার সেরা হয়েছেন ভারতের সরগম কৌশল। মেসির বিশ্বজয়ের রাতেই ভারতের বিশ্বসেরা হওয়ার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত নেটিজেনরা। এদিন মিসেস ইন্ডিয়ার অফিসিয়াল পেজ থেকে সরগমের ছবি আপলোড করে এই খবর জানানো হয়৷ সেখানে লেখা হয়েছে, “দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে ২১ বছর পর দেশে ফিরল ক্রাউন।”
এদিন মিসেস ওয়ার্ল্ডের অফিসিয়াল সাইটে যে ছবিটি পোস্ট করা হয়েছে তাতে সরগমকে দেখা গিয়েছে বেবি পিঙ্ক রঙের শিমারি গাউনে৷ মুখে স্মিত হাসি৷ হাত জোড় করে সকলের শুভেচ্ছা চাইলেন তিনি। সরগমকে অভিনন্দন জানিয়েছে নেটিজেনরা৷ সেলেবরাও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব সুন্দরীকে৷
কিন্তু, কে এই সরগম কৌশল?
বছর ৩২-এর এই মডেল আদতে জম্মুর বাসিন্দা। ১৯৯০ সালের ১৭ সেপ্টেম্বর জন্ম তাঁর৷ জম্মুর গান্ধী নগরের প্রেজেন্টেশন কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে পড়াশোনা শেষ করার পর সিটি উইমেন্স কলেজ থেকে ইংরাজি সাহিত্য নিয়ে পাস করেন সরগম৷ এরপর জম্মু ইউনিভার্সিটি থেকে ইংরাজিতে স্নাতকোত্তর ডিগ্রি পান। সরগম এখন মুম্বইয়ের বাসিন্দা৷ তাঁর স্বামী অদিত্য মনোহর শর্মা ভারতীয় নেভির লেফটেন্যান্ট কমান্ডার।
রবিবার লাস ভেগাসের সুন্দরী প্রতিযোগিতায় বর্ণাঢ্য অনুষ্ঠানে সরগম কৌশলকে মিসেস ওয়ার্ল্ড হিসেবে বেছে নেওয়া হয়। মঞ্চে সঞ্চালক যখন বলে ওঠেন ‘অ্যান্ড দ্য উইনার ইজ মিসেস ইন্ডিয়া’, তখন রীতিমতো চমকে উঠেছিলেন সরগম৷ মিসেস ওয়ার্ল্ড ২০২২ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হন মিসেস পলিনেশিয়া। সরগমকে মঞ্চে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তিনি। দ্বিতীয় রানার আপ হন মিসেস কানাডা।
২১ বছর আগে অর্থাৎ ২০০১ সালে মিসেস ওয়ার্ল্ড হয়েছিলেন অদিতি গোভিত্রিকার। বিশ্বসেরা হওয়ার পর দে দনা দন, পহেলির মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সম্প্রতি নেটফ্লিক্সের মিসম্যাচড সিরিজে রোহিত শ্রফের মায়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>