স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছিল এই সব হিট ছবিগুলি, কত ব্যবসা করেছিল জানেন?

মুম্বই: গুরুত্বপূর্ণ দিনে বলিউডের ছবি রিলিজ করা বহুদিনের ট্রেন্ড। ইদ, দিওয়ালি, স্বাধীনতা দিবস, ক্রিসমাস সবেতেই কোন না কোন বলিউড ছবি মুক্তি পায়। দর্শক পেতে এই দিনগুলোকে বেছে নেন বলিউডের নির্মাতা এবং অভিনেতারা। স্বাধীনতা দিবসে এমন বহু সিনেমা রিলিজ করেছে যা আজও দর্শককে মোহিত করেছে। তার মধ্যে আছে 'মিশন মঙ্গল', 'রুস্তম', 'বাটলা হাউস' ইত্যাদি।

মুম্বই: গুরুত্বপূর্ণ দিনে বলিউডের ছবি রিলিজ করা বহুদিনের ট্রেন্ড। ইদ, দিওয়ালি, স্বাধীনতা দিবস, ক্রিসমাস সবেতেই কোন না কোন বলিউড ছবি মুক্তি পায়। দর্শক পেতে এই দিনগুলোকে বেছে নেন বলিউডের নির্মাতা এবং অভিনেতারা। স্বাধীনতা দিবসে এমন বহু সিনেমা রিলিজ করেছে যা আজও দর্শককে মোহিত করেছে। তার মধ্যে আছে 'মিশন মঙ্গল', 'রুস্তম', 'বাটলা হাউস' ইত্যাদি।

রুস্তম

অক্ষয় কুমার, ইলিয়েনা ডি ক্রুজ, অর্জুন বাজওয়া ও এষা গুপ্ত অভিনীত এই ছবিটি নানাবতী মামলার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ছবিটি একজন নেভি অফিসারের গল্প নিয়ে তৈরি। নানাবতী মামলার কথা যারা জানে তারা 'রুস্তম' এর গল্পও জানে। নানাবতীর স্ত্রী ও তাঁর পরকীয়া সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে ছবিটি। যদিও এখানে নানাবতীর নাম ব্যবহার করা হয়নি। ছবিতে প্রধান চরিত্রের নাম রুস্তম পাভরি। বক্স অফিস দুর্দান্ত হিট হয়েছিল ছবিটি। এই ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অক্ষয় কুমার। প্রথম দিনেই ছবিটি ১৩ কোটি টাকা আয় করেছিল।

মিশন মঙ্গল

এই ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। গত বছর ১৫ আগস্ট রিলিজ করেছিল 'মিশন মঙ্গল'। অক্ষয় কুমার ছাড়া এই ছবির প্রধান চরিত্রে ছিলেন বিদ্যা বালান, সোনাক্ষী সিনহা, তাপসী পান্নু, নিথ্যা মেনেন, কৃতি কুলহারি, শরমন যোশি, বিক্রম গোখলে প্রমুখ অভিনেতা-অভিনেত্রীরা। ভারতের মহাকাশ বিজ্ঞানের বিজ্ঞানীদের ওপর তৈরি হয়েছিল ছবিটি। মার্স অর্বিটারি মিশনের গল্প উঠে এসেছে ছবিতে। মঙ্গলে মহাকাশযান পাঠানোর জন্য ভারতীয় বিজ্ঞানীদের কতটা কাঠখড় পোড়াতে হয়েছিল, কীভাবে মঙ্গল অভিযান সফল হয়েছিল, সেই সব কাহিনি উঠে এসেছে 'মিশন মঙ্গল' ছবিতে। জানা গিয়েছে এই ছবিটি প্রথম দিন ২৮ কোটি টাকা আয় করেছিল।

গোল্ড

এই ছবিতেও প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। যেমন দিওয়ালিতে শাহরুখ খানের বেশিরভাগ সিনেমা মুক্তি পায়, ইদে মুক্তি পাওয়া সলমন খানের ছবি, ক্রিসমাসে আমির খান ছবি মুক্তির জন্য চেষ্টা করেন, তেমনই স্বাধীনতা দিবস দিনটিকে অক্ষয় কুমারের ছবির মুক্তির জন্য ধরে রাখেন। তাই 'গোল্ড' সিনেমাটি মুক্তি পেয়েছিল স্বাধীনতা দিবসের দিন। ভারতের প্রথম হকি চ্যাম্পিয়নদের নিয়ে তৈরি হয়েছিল এটি। ১৯৪৮ সালের সামার অলিম্পিকে প্রথম ভারতীয় জাতীয় হকি দলের আত্মপ্রকাশ। সেই বছরই প্রথম গোল্ড মেডেল পায় ভারতের হকি টিম। তারই পিছনের গল্প উঠে এসেছে ছবিতে। অক্ষয় কুমার ছাড়া ছবিতে অভিনয় করেছেন মৌনী রায়, অমিত শাহ, বিনীত কুমার সিং, কুণাল কাপুর, সাহানি কৌশল এবং নিকিতা দত্ত।

এক থা টাইগার

সব ঘটনারই ছন্দ পতন হয়। সেভাবেই 'এক থা টাইগার' মুক্তি পেয়েছিল ইদে নয়, স্বাধীনতা দিবসে। কবীর খান পরিচালিত এই ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান, ক্যাটরিনা কাইফ, রণবীর শোরে, গিরিশ কারনাড এবং রোশান শেঠ। এক ভারতীয় গুপ্তচরের গল্প নিয়ে তৈরি হয়েছিল 'এক থা টাইগার'। এই চরিত্রে অভিনয় করেছিলেন সলমন খান। গোটা সিনেমাটাই একটি অ্যাকশন-রোমান্টিক ঘরানার ছবি। বক্স অফিসে প্রথম দিন এটি ৩০ কোটি টাকা আয় করেছিল।

বাটলা হাউস

নিখিল আদভানি পরিচালিত ছবিটি ২০০৮ সালের বাটলা হাউস এনকাউন্টার কেস নিয়ে তৈরি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন জন আব্রাহাম। তাঁর অভিনীত চরিত্রটির নাম ছিল সঞ্জয় কুমার। পুলিশ অফিসার সঞ্জীব কুমার যাদবের ছায়া অবলম্বনে তৈরি হয়েছিল এই চরিত্রটি। তিনি মূলত বাটলা হাউস এনকাউন্টারের নেতৃত্ব দিয়েছিলেন। গোটা মিশনের গল্প কাহিনির মোড়কে তুলে ধরা হয়েছে সিনেমায়। ছবিটি প্রথম দিন প্রায় ১৪ কোটি টাকা আয় করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *