Aajbikel

মৌনির হট পোজে অন্তর্জালে উষ্ণতা, কার্ভি কোমরে আগুন ধরালেন বঙ্গ তনয়া

 | 
মৌনি

মুম্বই: মৌনি রায় মানেই হট সেনশেসন৷ বঙ্গ তনয়ার শরীরি নেশায় বুঁদ নেটিজেনরা৷  সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে সর্বদাই শিরোনামে থাকেন মৌনি।  ফের গুচ্ছ ছবি পোস্ট করে চড়ালেন উষ্ণতার পারদ৷

আরও পড়ুন- উন্মুক্ত বক্ষ বিভাজিকা-কোমরের খাঁজ, সাদা-কালো বিকিনিতে লাস্য ঝরালেন দীপিকা

মৌনি


বলিউডের প্রথমসারিতে ইতিমধ্যেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন কোচবিহারের মেয়ে৷ তাঁর হট মুভসে মুগ্ধ নেটিজেনরা। বলিউড দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন বঙ্গ তনয়া৷ মৌনির শরীরী মোচড়ের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এ যেন বিয়ের আফটার এফেক্টস। এমনীতেই মৌনিকে নিয়ে উত্তেজনা আর আগ্রহের অন্ত নেই বলিউডে।  এই গর্জিয়াস ডিভার ব্যক্তিগত জীবন নিয়েই ভক্তদের আগ্রহও কম নয়৷ বিয়েরপর সেই আগ্রহ যেন আরও বেড়ে গিয়েছে৷  

মৌনি


কিছু দিন আগেই দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সূরজ নাম্বিয়ারের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন মৌনি৷ বিয়ের পর গ্ল্যামার যেন আরও বেশি করে উপচে পড়ছে৷ আরও একবার নিজের হট ছবি শেয়ার করে লাস্য ঝরালেন মৌনি৷ রাতের ঘুম কাড়লেন নেটিজেনদের৷ ধুকপুকানি বাড়ল অনুরাগীদের৷ ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল৷ 

মৌনি


নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে উষ্ণ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির উপর থেকে যেন কেউ নজরই সরাতেই পারছেন না। শরীরী মেদের নামমাত্র নেই। ফ্ল্যাট অ্যাবস, মারকাটারি ফিগারে ভক্তরা শিহরিত৷ খোলামেলা শরীরে যেন আগুন ঝরাচ্ছেন ‘নাগিন’৷ মৌনিকে দেখা গিয়েছে সমুদ্রের তীরে সবুজ গাউনে দাঁড়িয়ে থাকতে৷ যা দেখে নেটিজেনরা বলছেন, বিয়ের জল গায়ে পড়তেই রূপ খুলেছে বঙ্গ ললনার৷ আগামী দিনে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে দেখা যাবে মৌনি রায়কে৷ 

মৌনি

Around The Web

Trending News

You May like