নয়াদিল্লি: মঙ্গলবার রাতে ৮৬ বছর বয়সে মারা গেলেন প্রবীন অভিনেত্রী কুমকুম। তাঁর মারা যাওয়ার খবর জানিয়ে টুইটারে পোস্ট করেন জনি ওয়াকারের পুত্র নাসির খান। যদিও কুমকুমে'র মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।বছরের শুরু থেকেই বলিউডে খারাপ খবর প্রকাশ্যে আসছে প্রতিদিন।
ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতাদের ইতিমধ্যেই হারিয়েছে বলিউড। গত কাল বলিউডের ফাইট মাস্টার পারভেজ খানে'র মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। এবার প্রয়াত হলেন অভিনেত্রী কুমকুম। নাসির খান টুইটারে লিখেছেন, “অভিনেত্রী কুমকুম আন্টি মারা গেলেন, তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আমার বাবা জনি ওয়াকারের বিপরীতে আন্টি অনেক ছবিতে কাজ করেছিলেন। 'প্যায়াসা' ও 'সিআইডি' ছবির জন্য সারা দর্শক ওঁকে সারা জীবন মনে রাখবে। 'ইয়ে হ্যায় বোম্বে মেরি জান' এর মতো অবিস্মরনীয় গানেও তাঁকে দেখা গিয়েছিল। যেখানেই থাকুন শান্তিতে থাকুন।”
১৯৫৪ সালে কুমকুম 'আর পার' ছবির বিখ্যাত গান “কাভি আর কাভি পার লাগা তেরে নাজার” গানে নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে চলচ্চিত্র জগতে প্রথম পা রেখেছিলেন। এরপ্র তিনি বিখ্যাত সমস্ত ছবিতে অভিনয় করেছিলেন, যেমন- “গীত”, “আঁখে”, “লালকার” ইত্যাদি। ১৯৬৩ সালে তিনি একটি ভোজপুরি ছবিতেও অভিনয় করেছিলেন। এছাড়াও তাঁকে ১৯৫৭ সালের “মাদার ইন্ডিয়া” ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল।