করোনায় আক্রান্ত, মুনমুন সেনের স্বাস্থ্যের খোঁজ দিলেন মেয়ে রাইমা

কলকাতা: করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেন। কয়েক দিন আগেই তাঁর অসুস্থতার খবর সামনে আসে। মুনমুন সেন ছাড়া তাঁর স্বামী ভরত দেববর্মাও নাকি করোনা সংক্রমিত হয়েছিলেন। তবে এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। মুনমুন সেনের মেয়ে রাইমা সেন এ কথা জানিয়েছেন। তিনি জানান, তাঁর মা বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন। তবে এখন তিনি সেরে উঠেছেন। তবে নিয়ম মেনে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মুনমুন সেন। ভরত দেববর্মার অবস্থাও অনেকটাই স্থিতিশীল।

9d50c941b5e24a9bbb51c895f2e16c37

কলকাতা: করোনায় আক্রান্ত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেন। কয়েক দিন আগেই তাঁর অসুস্থতার খবর সামনে আসে। মুনমুন সেন ছাড়া তাঁর স্বামী ভরত দেববর্মাও নাকি করোনা সংক্রমিত হয়েছিলেন। তবে এখন অনেকটাই সুস্থ অভিনেত্রী। মুনমুন সেনের মেয়ে রাইমা সেন এ কথা জানিয়েছেন। তিনি জানান, তাঁর মা বেশ কিছুদিন ধরে করোনায় আক্রান্ত ছিলেন। তবে এখন তিনি সেরে উঠেছেন। তবে নিয়ম মেনে এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন মুনমুন সেন। ভরত দেববর্মার অবস্থাও অনেকটাই স্থিতিশীল।

কিছুদিন আগে শোনা যাচ্ছিল মুসমুন সেন ও ভরত দেববর্মা করোনায় আক্রান্ত হওয়ার পর টলিক্লাবে থাকছেন রিয়া ও রাইমা। দূরত্ববিধি বজায় রাখতেই নাকি বাড়ি ছেড়ে থাকার সিদ্ধান্ত। কিন্তু সে কথা অস্বীকার করেন রাইমা সেন। তিনি জানান, বাড়িতেই রয়েছেন তিনি। তবে কিছুদিনের মধ্যেই মুম্বই উড়ে যাবেন। নতুন প্রোজেক্টের কাজ রয়েছে তাঁর। অতুল মোঙ্গিয়ার একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি রাইমার। তার শুটিং করতে এক দিনের জন্য মুম্বই যাচ্ছেন তিনি। সম্প্রতি তাঁর জি ফাইভের ওয়েব সিরিজ ‘ব্ল্যাক উইডোজ’-এ দেখা গিয়েছে তাঁকে। পরিচালক বিরসা দাশগুপ্তের এই হিন্দি ওয়েব সিরিজে ইনায়া ঠাকুর মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাইমা। 

দিন দুই আগেই অভিনেতা আবির চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হন। সোশ্যাল মিডিয়ায় আবির একথা নিজেই জানিয়েছেন। শনিবারই পর্দায় দেখা গিয়েছে আবিরকে। রিয়ালিটি শোয়ের জমিয়ে সঞ্চালনা করেছিলেন তিনি। তবে সেই শুটিং আগেই হয়ে গিয়েছিল। শনিবারের এপিসোডের পরই রবিবার করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন আবির। জানালেন, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। ফেসবুকে তিনি জানিয়েছেন, শুটিং সমস্ত সতর্কতা অবলম্বন করেই করা হচ্ছিল। তিনি নিজেও সব নিয়মকানুন মেনে কাজ করেছিলেন। কিন্তু মারণ ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পাওয়া গেল না। তবে আবিরের শরীরে করোনার কোনও উপসর্গ নেই। শুধু স্বাদ আর গন্ধ পাচ্ছেন না তিনি। আপাতত আইসোলেশনে রয়েছেন তিনি। জানা গিয়েছে, তাঁর বাড়ির অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *