Aajbikel

শাড়ির আড়ালে সুস্পষ্ট ক্লিভেজ, ব্লাউজ না পরে ঝড় তুললেন ঝুমা বৌদি

 | 
ঝুমা

কলকাতা: ঝুমা বৌদি মানেই শরীরি উত্তেজনা৷ কামুক নজর আর শরীরি হিল্লোলে দেওরদের হৃদয়ে ঝড় তোলা৷ বৌদির সাহসী ছবি দেখতে সকাল সন্ধ্যা ভিড় সোশ্যাল মিডিয়ায়৷ বৌদির লাস্যময়ী রূপে কুপোকাত দেওরগণ৷ এবার রেড হট লুকে ঠাকুরপোদের ঘুম ওড়ালেন ঝুমা বৌদি৷ ব্লাউজ ছাড়া বৌদিকে দেখে কুপোকাত দেওররা৷ উন্মুক্ত ক্লিভেজ দেখে তাঁরা দিশেহারা৷

আরও পড়ুন- ইশানকে কোলে নিয়ে বেরলেন যশ, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন নুসরত

jhuma


হইচই এর জনপ্রিয় ওয়েব সিরিজ 'দুপুর ঠাকুরপো' মোনালিসা পরিচিত  ঝুমা বৌদি নামেই। আর ঝুমা বৌদিকে চেনে না এমন দেওরের সংখ্যা নেহাতই কম৷ কিছু দিন আগে স্বামী বিক্রন্ত সিং রাজপুতের সঙ্গে মলদ্বীপের সৈকত সংলগ্ন পুলে দেখা গিয়েছে তাঁকে জলকেলিতে৷ এবার ধরা দিলেন লাল শাড়িতে৷ তাও আবার ব্লাউজ ছাড়া৷ স্পষ্ট বক্ষবিভাজিকা৷ যে দেখে ঘাম ঝরছে পুরুষদের৷ 

ঝুমা


ঝুমা বৌদির প্রতিটি ছবিই যেন উষ্ণতায় ভরা৷ ছবি পোস্ট হতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়৷ নিজের ইনস্টা প্রোফাইলে ফের গুচ্ছ ছবি পোস্ট করেছেন বৌদি৷ যা ঝড় তুলেছে নেট পাড়ায়৷ লাল টুকটুকে শাড়িতে মোনালিসার এই ফটো সেশন একেবারে আগুন ঝরাচ্ছে৷ কিন্তু তাঁর ব্লাউজ না পরা নিয়েও শুরু হয়েছে সমালোচনা৷ অনেকেই বলছেন, ব্লাউজ পরতে ভুলে গিয়েছেন ঝুমা বৌদি৷ 

ঝুমা

উল্লেখ্য, 'রাত্রি কে যাত্রী ২'-তে  জসমিনের ভূমিকায় অভিনয় করছেন ঝুমা বৌদি। যা নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই৷ ভোজপুরি ছবি তো বটেই, পাশাপাশি ১৩০টির বেশি ছবিতে অভিনয় করেছেন মোনালিসা৷ 
 

ঝুমা

Around The Web

Trending News

You May like