Aajbikel

উন্মুক্ত ক্লিভেজ, ‘কাঁটা লাগা উইমা’য় উদ্দাম নেচে ভাইরাল ঝুমা বৌদি

 | 
jhuma

মুম্বই:  ঝুমা বৌদি মানেই হট সেনশেসন৷ ঝুমা বৌদি মানেই উদ্দীপনা৷ তাঁর শরীরি হিল্লোলে ঘুম উড়েছে দেওরদের৷ ফের এবার ভাইরাল ঝুমা বৌদি৷ উন্মুক্ত বক্ষবিভাজিকায় উদ্দাম নেচে নেটপাড়ায় আগুন ঝরালেন মোনালিসা৷

আরও পড়ুন- সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর, গোপনে বিয়ে সারলেন যশ-নুসরত?

মোনালিসা


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন ঝুমা বৌদি৷ যেখানে নেহা কক্কর, টনি কক্কর, হানি সিং-এর নতুন গান কাঁটা লাগা উইমা গানে উদ্দাম নাচতে দেখা যায় তাঁকে৷  খয়েরি রংয়ের স্লিভলেস সালোয়ার কামিজ পরেই এই রিমেক গানের তালে ঠুমকো লাগালেন মোনালিসা৷ তাঁর টানটান শরীরি উত্তেজনায় ঘায়েল নেট পাড়ার বাসিন্দারা৷ বৌদির চোখের ইশারায় ফিদা তাঁর অনুরাগীরা৷ তাঁকে দেখতে সোশ্যাল মিডিয়ায় সব সময়ই উপচে পড়া ভিড়৷ উন্মুক্ত ক্লিভেজে কোমর দুলিয়ে আরও একবার দেওরদের মন কাড়লেন ঝুমা বৌদি৷ 


এদিকে ভিডিয়ো পোস্ট হতেই তা ভাইরাল৷ বৌদির হট লুক দেখে কুপোকাত তাঁর দেওররা৷ তাঁর শরীর চুঁইয়ে পড়ছে যৌবন৷ নিজের বোল্ড অবতারে তিনি ঘায়েল করেছেন লাখ লাখ পুরুষকে৷ তিনি ছবি পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়৷ প্রসঙ্গত, কাঁটা লাগা গানে ব্যাপক ভাবে ট্রোলড হতে হয়েছে জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। তবে সেই গানে ঝুমা বউদির হট ডান্স মুভসই এখন নেটপড়ায় হটকেক। 

monalisa


 

Around The Web

Trending News

You May like