Aajbikel

বুকে ব্যথা, স্ট্রোক সব খবরই ভুয়ো! কিছুই হয়নি মিঠুনের, জানালেন তাঁর পুত্রবধূ

 | 
মিঠুন

 কলকাতা: নতুন ছবির শুটিং-এর কাজে বেশ কিছু দিন ধরে কলকাতাতেই রয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। নিজের কাজ নিয়ে ব্যস্ততার মধ্যেই সময় কাটছে তাঁর। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডও রয়েছে তাঁর৷ এরই মধ্য শনিবার সকালে আচমকাই শোনা যায়, শুটিং চলার মাঝেই হঠাৎ অসুস্থ অভিনেতা। বুকে ব্যথা অনুভব করেন। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে৷ পরে ডানা যায়, স্ট্রোক হয়েছে মহাগুরুর। তবে চিন্তার কোনও কারণ নেই। তাঁর অবস্থা স্থিতিশীল। এরই মাঝে মহাগুরুর অসুস্থতা নিয়ে মুখ খুললেন অভিনেতার পুত্রবধূ মাদলসা শর্মা। তাঁর স্ট্রোকের খবরকে জাস্ট ভুয়ো বলে উড়িয়ে দিলেন তিনি।

মাদলসা বলেন, ‘‘বুকে ব্যাথার কথা ভুয়ো৷ রুটিন-চেকআপের জন্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।’’ যদিও এই মুহূর্তে হাসপাতালেই রয়েছেন অভিনেতা। সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসা পর আপাতত সুস্থ আছেন মহাগুরু৷ 

Around The Web

Trending News

You May like