Aajbikel

কী হয়েছিল মহাগুরুর? কেমন আছেন তিনি? জানালেন মিমো

 | 
মিঠুন

কলকাতা: শনিবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়ে যায়৷ সেখানে বলা হয়, বলিউড তারকা মিঠুন চক্রবর্তী নাকি প্রচণ্ড অসুস্থ৷ এমনকী হাসপাতালের বেডে তাঁর শুয়ে থাকার ছবিও ছড়িয়ে পড়ে নেটপাড়ায়৷ ছবিতে দেখা যায় পাশ ফিরে শুয়ে রয়েছেন ‘মহাগুরু’৷ হাতে স্যালাইনের চ্যানেল৷ কী হয়েছে তাঁর? এই খবরটা কি সত্যি? উৎকণ্ঠায় ভুগছিলেন তাঁর ভক্তরা৷ অবশেষে সোমবার কাটল সেই সংশয়৷ ভক্তদের আশ্বাস্ত করে মিঠুন পুত্র মিমো জানালেন, "বাবা এখন একদম সুস্থ আছেন৷ ভাল আছেন।" 

আরও পড়ুন- লাস্য ঝরা নাচ জাহ্নবীর! চোখের চাউনিতে কুপোকাত ভক্তরা, দেখুন ভিডিয়ো


কিন্তু, কী হয়েছিল 'ডিস্কো ডান্সার'-এর? জানা গিয়েছে, সম্প্রতি অসম্ভব পেটে যন্ত্রণা, জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। তবে চিকিৎসার পর আপাতত তিনি সুস্থ৷ মিমো জানান, কিডনিতে পাথর হয়েছে মহাগুরুর। তা থেকেই যত সমস্যা৷ তবে আপাতত তিনি স্থিতিশীল। হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৭১ বছরের অভিনেতাকে৷ 



শনিবার সোশ্যাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর প্রথম ছবি পোস্ট করেছিলেন বিজেপি নেতা সঞ্জয় সিং। সেই সঙ্গে প্রিয় অভিনেতার সুস্থতা কামনা করেছিলেন তিনি। 'মৃগয়া'-র নায়ক বাড়ি ফিরতেই টুইট করেন বিজেপির জাতীয় সচিব অনুপম হাজরা৷ তিনি লিখেছেন, 'তোমার দ্রুত আরোগ্য কামনা করি মিঠুনদা'। বর্ষীয়ান অভিনেতাকে শুভেচ্ছা, ভালোবাসায় ভরিয়ে দিলেন তাঁর অনুরাগী ও দলীয় সতীর্থরা৷ মাধবী মুখোপাধ্যায়ের অসুস্থতার মাঝেই মিঠুনের অসুস্থতার খবরে উদ্বেগ বাড়ছিল ভক্তদের মনে৷ তবে আপাতত সুস্থ বর্ষীয়ান অভিনেতা৷ 


 ১৯৭৬ সালে বাংলা ছায়াছবি ‘মৃগয়া’র মধ্যে দিয়ে রিপোলি পর্দায় অভিষেক ঘটে মিঠুনের৷ প্রথম ছবিতেই সেরা অভিনেতা হিসাবে  'জাতীয় চলচ্চিত্র পুরস্কার' পান তিনি৷ এখনও পর্যন্ত ৩০০টির বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন৷ পাশাপাশি কাজ করেছেন বাংলা, পঞ্জাবী, তেলুগু, ওড়িয়া এমনকী ভোজপুরী ছবিতেও৷ ১৯৮২ সালে ডিস্কো ডান্সার ছবিতে জিমি’র চরিত্রে আজও স্মরণীয় হয়ে রয়েছেন মিঠুন দা৷ এই ছবি ভারতের পাশাপাশি সোভিয়েত ইউনিয়নে দারুণ ব্যবসা করেছিল৷ 


সম্প্রতি শোনা যাচ্ছিল চিকিৎসার জন্য মহাগুরু নাকি আমেরিকায় যেতে পারেন। যদিও সেই খবরেরও সত্যতা এখনও কেউ স্বীকার করেননি। এক সময় সারদা কেলেঙ্কারিতেও নাম জড়িয়েছিল তাঁর৷ পরে অবশ্য ক্লিনচিট পেয়ে যান৷ এর পরেই তিনি রাজনীতি থেকে দূরে সরে যান৷ একুশের বিধানসভা ভোটের আগে ফের শুরু হয় তাঁর রাজনৈতিক সফর৷ যোগ দেন গেরুয়া শিবিরে৷ 

Around The Web

Trending News

You May like